OnePlus 12 ভারতে আসছে জানুয়ারিতে, সঙ্গে লঞ্চ করতে পারে আরও একটি স্মার্টফোন

আগামী ৪ ডিসেম্বর, ওয়ানপ্লাস (OnePlus)-এর দশম বার্ষিকী উপলক্ষে চীনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে দশ বছরের সাফল্য উদযাপন করতে, তারা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12-এর ওপর থেকে পর্দা সরাবে। আর এখন, একটি নির্ভরযোগ্য সূত্র মারফৎ বিশ্ব বাজারে OnePlus 12 5G-এর লঞ্চের টাইমলাইন প্রকাশ্যে এসেছে।

OnePlus 12 5G বিশ্ব বাজারে আগামী বছরের শুরুতেই লঞ্চ হবে

টিপস্টার ম্যাক্স জাম্বোর তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) পোস্টে দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনটি আগামী বছরের জানুয়ারিতে লঞ্চ হবে। তবে এর লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও প্রকাশ করা হয়নি। তবে, ওই পোস্টে টিপস্টার “সিরিজ” শব্দটিকে দু’বার উদ্ধৃত করেছেন, যা ইঙ্গিত করে যে, আসন্ন ইভেন্টে একাধিক ফোন প্রকাশ করা হতে পারে। খুব সম্ভবত ওয়ানপ্লাস ১২আর এই লাইনআপের দ্বিতীয় মডেল হবে।

জানিয়ে রাখি, গত বছর ভারতে ওয়ানপ্লাস ১১আর এবং স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ১১ একইসাথে লঞ্চ করা হয়েছিল। আবার, নির্দিষ্ট অঞ্চলে ওয়ানপ্লাস ১২আর-কে ওয়ানপ্লাস এস ৩ হিসেবে রিব্যাজ করা হতে পারে।

OnePlus 12-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ওয়ানপ্লাস ১২-এ চীনা স্মার্টফোন নির্মাতা বিওই (BOE) নির্মিত ৬.৮২ ইঞ্চির এক্স১ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২কে রেজোলিউশন অফার করতে পারে। আইকো ১২ সিরিজ এবং শাওমি ১৪ সিরিজের মতো, ওয়ানপ্লাস ১২ লাইনআপে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর অন্তর্ভুক্ত থাকবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, হাইপারটোন ক্যামেরা অপ্টিমাইজেশান এবং LYT-T808 প্রাইমারি ক্যামেরা সেন্সর OnePlus 12-এর রিয়ার ক্যামেরা সিস্টেমের মূল আকর্ষণ হবে। আর প্রাইমারি ক্যামেরার সাথে একটি ৪৮ মেগাপিক্সেল IMX581 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B পেরিস্কোপ টেলিফোটো লেন্স যুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। আর সেলফির জন্য ফোনটিতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া অনুমান করা হচ্ছে যে, নতুন OnePlus 12-এর সর্বোচ্চ কনফিগারেশন মডেলটি ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম সহ আসতে পারে। এতে ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। OnePlus 12 অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করবে বলেও জানা গেছে।