‘বিপদের বন্ধু,’ রিচার্জ না করলেও BSNL দেবে ২ মাস ভ্যালিডিটির সাথে ফ্রি ১০০ মিনিট

বিগত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাস তো ভয়াল রূপ ধারণ করেছেই, তার ওপর গতকালের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়েছে দেশের পশ্চিম দিকের রাজ্যগুলি। ফলে বর্তমান পরিস্থিতিকে ‘গোদের ওপর বিষফোঁড়া’ অবস্থা বললে খুব একটা ভুল হবে না। এহেন পরিবেশে সাধারণ মানুষের পাশে থাকতে, নিজের বিদ্যমান প্ল্যানগুলির বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিল BSNL, অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড। আজ, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি ঘোষণা করেছে যে তারা প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে ২ মাসের ভ্যালিডিটি সরবরাহ করবে। একই সাথে তারা ১০০ মিনিট ফ্রি কলিংয়ের সুবিধা দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

এক্ষেত্রে, বিএসএনএল (BSNL) নিশ্চিত করেছে যে, গত ১লা এপ্রিল বা তারপরে যাদের রিচার্জ ভ্যালিডিটি শেষ হয়েছে (তারা এখনো কোনো রিচার্জ করেননি), তারা ভ্যালিডিটি এক্সটেনশনের সুবিধার ফলে আগামী ৩১ মে অবধি নিখরচায় ইনকামিং কল গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই ধরণের ইউজাররা ফ্রি ১০০ মিনিট পাওয়ায়, তারা তাদের বিএসএনএল নম্বর থেকে আউটগোয়িং কল করতেও সক্ষম হবেন। অন্যদিকে বিএসএনএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, প্রবীণ কুমার অবস্থাসম্পন্ন গ্রাহকদের তাদের নম্বরটি পুনরায় রিচার্জ করার এবং রিচার্জের অনলাইন বিকল্পগুলি অনুসরণ করার জন্য অনুরোধ করেছেন।

প্রবীণ একটি বিবৃতিতে বলেছেন যে, বিএসএনএল এই কঠিন সময়ে গ্রাহকদের, যথাসম্ভব পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে গ্রাহকদের নম্বর সচল রাখতে তাদের অ্যাকাউন্টগুলি রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে বাইরে বেরিয়ে দোকান থেকে রিচার্জ করার প্রয়াস না করে, তিনি মাই বিএসএনএল (MyBSNL) মোবাইল অ্যাপ্লিকেশন, বিএসএনএল ওয়েবসাইট এবং অন্যান্য জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট/ইউপিআই পরিষেবা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এমনকি মাইবিএসএনএল অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে চার শতাংশ অগ্রিম ছাড় পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, গত মাসে বিএসএনএল তার প্রিপেড গ্রাহকদের জন্য ৩৯৮ টাকার স্পেশাল শুল্ক ভাউচারের (STV) লভ্যতা বাড়িয়েছে। এই প্রোমোশনাল বা প্রচারমূলক অফারটি ৯ই এপ্রিলে সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটি জুলাই মাসের ৮ তারিখ অবধি অ্যাক্সেস করা যাবে। সুবিধার কথা বললে, এটিতে কোনো FUP (ফেয়ার ইউসেজ পলিসি) ক্যাপ ছাড়াই হোম, এলএসএ, ন্যাশনাল নেটওয়ার্ক এবং দিল্লি-মুম্বাইয়ের এমটিএনএল নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, ডেটা এবং রোজ ১০০টি করে এসএমএস পাওয়া যাবে, যার বৈধতা ৩০ দিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন