বাজার কাঁপিয়ে চারটি দুর্ধর্ষ বাইক লঞ্চ করল Aprilia, দাম শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

Avatar

Published on:

Aprilia RSV4 Factory launched India

ভারতের বাজারে মোটরবাইক বিক্রয়কারী ইতালীয় সংস্থা হিসেবে এপ্রিলিয়া (Aprilia) যথেষ্ট সুনাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। 2024-25 এর প্রাক্কালে এই প্রিমিয়াম টু হুইলার নির্মাতা তাদের নতুন RSV4 Factory, RS660, Tuono 660 ও Tuareg 660 লঞ্চ করল। বাইকগুলি বিদেশ থেকে আমদানি করে এ দেশে বিক্রি করবে সংস্থা। চলুন নতুন প্রজন্মের মডেলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Aprilia RSV4 Factory

31.26 লাখ টাকা দামের Aprilia RSV4 Factory বিশ্বের রেসিং ট্র্যাক কাঁপিয়ে বেড়ায়। শক্তির উৎস হিসেবে এতে রয়েছে একটি 1099 সিসি, V4 ইঞ্জিন। যার আউটপুট 214 বিএইচপি ও 125 এনএম। মোটরের সাথে আছে 6-গতির গিয়ারবক্স। গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে RSV4 Factory-তে রয়েছে ইলেকট্রনিক ওহলিন্স ফ্রন্ট ফর্ক, ওহলিন্স রিয়ার মোনোশক, Brembo মোনোব্লক ক্যালিপার, কুইকশিফ্টার। ওজন 202 কেজি।

Aprilia RS660 ও Tuono 660

RS660 ও Tuono 660 হচ্ছে মাঝারি ওজনের মোটরসাইকেল। Tuono 660 একটি নেকেড বাইক। যেখানে RS660 হচ্ছে ফুল ফেয়ারিং মডেল। উভয় মোটরসাইকেল একই ইঞ্জিন ও প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। দু’টি বাইকেই 659 সিসি, টুইন সিলিন্ডার ইঞ্জিন বর্তমান। এটি থেকে সর্বোচ্চ 98.5 বিএইচপি শক্তি এবং 67 এনএম টর্ক পাওয়া যাবে। যেখানে Tuono-র মোটর থেকে উৎপন্ন হবে 94 বিএইচপি শক্তি। উভয় বাইকে রয়েছে 6 গতির গিয়ার।

Aprilia Tuareg 660

Tuareg হচ্ছে ভারতে একটি বহু প্রত্যাশিত মোটরসাইকেল। মাঝারি ওজনের এই অ্যাডভেঞ্চার টুরার বাইকটি বর্তমানে এপ্রিলিয়ার ফ্ল্যাগশিপ মডেল। এতে রয়েছে লং ট্রাভেল সাসপেনশন। Aprilia Tuareg-এ উপস্থিত একটি 659 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ 80 বিএইচপি শক্তি এবং 70 এনএম টর্ক পাওয়া যাবে। 204 কেজি ওজনের বাইকের সাথে রয়েছে 6 গতির গিয়ার বক্স।

সঙ্গে থাকুন ➥