Ather 450S: একলাফে 25,000 টাকা সস্তা হল এই স্কুটার, এমন অফার পরে আর পাবেন না

Avatar

Published on:

Ather 450S E-Scooter Price Cut rs 25000

নতুন বছরে ইলেকট্রিক স্কুটার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) ক্রেতাদের জন্য খুশির বার্তা শোনালো। তাদের এন্ট্রি-লেভেল মডেল 450S বিপুল সস্তা হল। বৈদ্যুতিক স্কুটারটির দাম একলাফে ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত কমেছে। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্যই সংস্থার এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূল্য হ্রাসের পর বর্তমানে বেঙ্গালুরুতে এটি কিনতে খরচ পড়বে ১.০৯ লাখ টাকা (এক্স-শোরুম) আবার দিল্লিতে মূল্য দাঁড়িয়েছে ৯৭,৫০০ টাকা (এক্স-শোরুম)।

Ather 450S-এর দাম কমল

এখানেই শেষ নয়, 450S-এর ‘প্রো প্যাক’ (Pro Pack) সমেত মডেলটিও পূর্বের তুলনায় ২৫,০০০ টাকা সস্তা হয়েছে। Ather 450S-এ রয়েছে ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে ১১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে সংস্থার দাবি। ৫.৪ কিলোওয়াট ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ মেলে। এটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৯ সেকেন্ডে তুলতে সক্ষম।

https://twitter.com/atherenergy/status/1745022425287577744?t=GLJElmvGxeSylqVsZS8c5w&s=19

বাড়িতে ব্যাটারি ০-৮০% চার্জ হতে ৬ ঘন্টা ৩৬ মিনিট সময় লাগে। প্রো প্যাকের অধীনে বেশ কিছু অতিরিক্ত ফিচার পাওয়া যায়। যেমন – রাইড অ্যাসিস্ট, এথার ব্যাটারি প্রোটেক্ট, এথারস্ট্যাক আপডেট এবং অতিরিক্ত ১০,০০০ টাকা দিলে ৩ বছরের জন্য এথার কানেক্টের সুবিধা।

Hero MotoCorp-এর বিনিয়োগ থাকা এথার বর্তমানে ভারতের প্রথম তিন ইভি টু হুইলার কোম্পানিগুলির মধ্যে একটি। Ola Electric, TVS ও Bajaj-এর সাথে তাদের লড়াই মেলে। এদিকে মূল্য হ্রাসের ফলে Bajaj Chetak Urbane (দাম ১.১৫ লাখ), TVS iQube (দাম ১.২৩ লাখ) ও Ola S1 Air (দাম ১.২০ লাখ)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় কয়েক কদম এগিয়ে গিয়েছে Ather 450S।

সঙ্গে থাকুন ➥