এক বার চার্জ দিলেই 110 কিমি ছুটবে, সস্তায় দুর্দান্ত স্কুটার লঞ্চ করল Fujiyama EV

Avatar

Published on:

Fujiyama ev launches new classic electric scooter with 110 km range priced at rs 79999

Classic নাম শুনে ভাববেন না এটি Royal Enfield-এর 350 সিসির দোর্দণ্ডপ্রতাপ মোটরসাইকেলের কথা বলা হচ্ছে। এই একই নামের একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল ফুজিয়ামা ইভি (Fujiyama EV) ব্র্যান্ড। ভারতের বাজারে প্রায় নিত্যদিন কোন না কোন সংস্থা নিজেদের সদ্যোজাত মডেল নিয়ে হাজির হচ্ছে। এবারে সেই পথের পথিক ফুজিয়ামা। বাজারে উপলব্ধ অন্যান্য বিদ্যুচ্চালিত স্কুটির তুলনায় আলাদা অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি সহ এসেছে Fujiyama EV Classic।

ক্লাসিকে রয়েছে একটি উচ্চ ক্ষমতার ইলেকট্রিক মোটর। ক্রেতারা শহুরে রাস্তায় এটি চালিয়ে বেশ আনন্দ উপভোগ করতে পারবেন বলে কোম্পানির দাবি। এর সাথে কাস্টমাইজেবল রাইডিং মোড ও বিশ্বমানের প্রযুক্তির সুবিধা দেওয়া হয়েছে। চলুন Classic-এর যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Fujiyama EV Classic – পারফরম্যান্স ও রেঞ্জ

ফুজিয়ামা জানিয়েছে তাদের এই ব্যাটারি স্কুটারটি প্রতি ঘন্টায় সর্বাধিক 60 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। এতে রয়েছে একটি 3,000 ওয়াট ক্ষমতার বলিষ্ঠ ইলেকট্রিক মোটর। এতে উপস্থিত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে 110 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করার শক্তি জোগাবে। কাজেই দূরবর্তী যাত্রার ক্ষেত্রেও রেঞ্জ নিয়ে ব্যবহারকারীর আর দুশ্চিন্তা থাকবে না।

Fujiyama EV Classic – সুরক্ষা ও আরাম

Classic-এ উপস্থিত টুইন ব্যারেল এলইডি লাইট। রাতের অন্ধকারে এটি দিনের আলোর মতো স্বচ্ছতা প্রদান করবে। চালকের সুরক্ষার জন্য রয়েছে কম্বি ড্রাম ব্রেক। উপরন্তু কুইক চার্জিংয়ের সুবিধা সমেত হাজির হয়েছে এটি। এতে 4 ঘন্টায় ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

Fujiyama EV Classic – দাম

এই দুর্মূল্যের বাজারেও Classic-এর দাম 79,999 টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে ফুজিয়ামা। বর্তমানে এই সস্তার ইলেকট্রিক স্কুটারটি মাত্র 1,999 টাকার টোকেন মূল্যে বুক করা যাচ্ছে। যে সমস্ত ব্যক্তি ফুজিয়ামা পরিবারের সদস্য হতে চাইছেন অর্থাৎ ডিলারশিপ গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের সাদরে আমন্ত্রণ জানিয়েছে কোম্পানি।

সঙ্গে থাকুন ➥