দেখলেই কিনতে ইচ্ছা হবে! মেড ইন ইন্ডিয়া কাস্টম বাইক এনে চমক হার্লে ডেভিডসনের

Avatar

Published on:

Harley-Davidson Unveiled Custom X440 Bike

ইন্ডিয়া বাইক উইক ২০২৩-এ চমকের যেন ছড়াছড়ি। সদ্য সমাপ্ত এই অনুষ্ঠানে চোখ ধাঁধানো সব বাইক নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন কোম্পানি। হার্লে-ডেভিডসনও সেখানে (Harley-Davidson) ভারতে তাদের সবথেকে সস্তা মোটরসাইকেল, X440-এর চারটি কাস্টম মডেল সামনে এনে সাড়া ফেলে দিয়েছে। কাস্টমাইজেশন এত সুন্দর ভাবে করা হয়েছে যে চোখ ফেরানো দায়। মার্কিং সংস্থাটি ভারতের শীর্ষস্থানীয় কাস্টম বাইক ব্র্যান্ডদের সঙ্গে হাত মিলিয়ে স্পেশাল X440 প্রদর্শন করেছে।

কাস্টম Harley-Davidson X440 প্রদর্শিত হল ভারতে

Harley-Davidson X440-র যে চারটি কাস্টম মডেল বিভিন্ন স্টাইলে উন্মোচিত হয়েছে – স্ক্র্যাম্বলার, রোডস্টার ফ্ল্যাট-ট্র্যাকার, এবং সর্বশেষে ক্যাফে-রেসার। জয়পুরের রাজপুতানা কাস্টমস নিখুঁতভাবে স্ক্র্যাম্বলার মডেলটির ডিজাইন করেছেন। পুরো বাইক মডিফাই করে তাতে এক্সটেন্ডেড ফর্ক এবং হালকা অ্যালুমিনিয়াম সাব-ফ্রেম যোগ করা হয়েছে। স্ক্র্যাম্বলার লুকস সম্পূর্ণ করেছে ছোট হুইলবেস এবং সিঙ্গেল পিস সিট।

পরবর্তী মডেলটি হচ্ছে, Harley-Davidson X440-র রেট্রো রোডস্টার। যার নতুন রূপদান করেছে দিল্লির ‘ওল্ড দিল্লি মোটরসাইকেলস’। ডিজাইন এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা, সাবেক আমেরিকান বাইকের অনুভূতি দেবে। কাস্টম মডেলটিতে ফ্লেয়ার ফেন্ডার, লেদার আপহোলস্টোরি সিট, অতিরিক্ত মেটাল বডি ওয়ার্কের দেখা মিলেছে। পরিবার-পরিজন নিয়ে ঘোরার জন্য পাশে রয়েছে সাইডকার।

পরের বাইকটি ক্যাফে-রেসার, যা Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে তৈরি। কাস্টমাইজেশনের নির্মাণের দায়িত্ব পালন করেছে দিল্লির টিএনটি মোটরসাইকেলস। এতে রয়েছে কাস্টমাইজ রিয়ার সাব-ফ্রেম, রিভাইজ ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন, ক্লিপ অন হ্যান্ডেলবার, সিঙ্গেল সিট এবং ওল্ড স্কুল ফ্ল্যাট বেলুন টায়ার। এগুলি মোটরসাইকেলটিকে ক্যাফে-রেসারের লুকস পেতে বিশেষভাবে সহায়তা করেছে।

সর্বশেষ মডেলটি হচ্ছে মুম্বাইয়ের ‘বম্বে কাস্টম ওয়ার্কস’-এর তৈরি Harley-Davidson X440-এর ফ্ল্যাট-ট্র্যাকার অবতার। নতুন অবতারে ফুটিয়ে তুলতে এতে দেওয়া হয়েছে কাস্টম বিল্ট ফুয়েল ট্যাঙ্ক, হ্যান্ডেলবার, এগজস্ট এবং ডুয়েল পারপাস টায়ার। দেখে মনে হবে উঁচু এগজস্ট যুক্ত স্ক্র্যাম্বলার স্টাইলের বাইক।

প্রসঙ্গত, Harley-Davidson X440-এর স্টক মডেলটি আসলে রোডস্টার স্টাইলের। যা ৪৪০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে চলে। এটি থেকে ২৭.৬ বিএইচপি ক্ষমতা ও এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দেয় ৬-গতির গিয়ারবক্স। সাসপেনশনের জন্য এতইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল শক রিয়ার অ্যাবসর্বার বর্তমান। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেক আছে।

সঙ্গে থাকুন ➥