Electric Car: কমবে শুল্ক, সস্তা হবে বৈদ্যুতিক গাড়ি, ভোটের আগে মোদি সরকারের বড় চমক

Avatar

Published on:

Electric Car Import Tax Cheaper India

ভারতে টেসলার (Tesla) আগমন নিয়ে কম টানাপোড়েনের সাক্ষী থাকেনি দেশবাসী। এখন এদেশে মার্কিন সংস্থাটির ব্যবসা শুরু শুধু সময়ের অপেক্ষা। ভারত সরকারও নিজের সুর নরম করেছে। সূত্রের দাবি সরকারের তরফে নতুন ইলেকট্রিক ভেইকেল পলিসি চালু হতে পারে। নয়া নীতিতে বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি করে আমদানিকৃত ইলেকট্রিক ভেহিকেলের উপর আমদানি কর কমানোর ঘোষণা হতে পারে।

নতুন নীতি আনলে টেসলার পাশাপাশি আরও কিছু বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের উপর থেকে চাপ কমবে। এতে মার্সিডিজ বেঞ্জ, ভলভো, বিএমডব্লিউ, বা অডির মতো সংস্থার বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির দাম অনেকটাই কমে আসতে পারে। ফলস্বরূপ, ভারতীয় ক্রেতাদের পকেটেও টানের প্রভাব কমবে।

খবর শোনা যাচ্ছে, আমদানি করা ৪০,০০০ ডলার বা প্রায় ৩৩.২৯ লাখের বেশি দামের ইলেকট্রিক গাড়ির উপর শুল্ক কমিয়ে ১৫% করা হতে পারে। যেখানে বর্তমানে দামের ১০০% আমদানি কর বরাদ্দ রয়েছে। তবে এই সুবিধার বিনিময়ে নির্মাতাদের থেকেও গ্যারান্টি চায় কেন্দ্র। যেমন ভারতে ম্যানুফ্যাকচারিং শুরু করার পাশাপাশি তাদেরকে লোকাল কম্পোনেন্ট ব্যবহার করার নিশ্চয়তা দিতে হবে।

এই বিষয়ে ওয়াকিবহল ব্যক্তিরা বলছেন, ‘প্রথম দু বছরে গাড়িতে ব্যবহৃত মোট যন্ত্রাংশের ২০% স্থানীয় সাপ্লায়ারদের থেকেই নেওয়া হবে বলে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে কোম্পানিদের। চতুর্থ বছরে গিয়ে তা বাড়িয়ে ৪০% করতে হবে।’

শুল্ক কমলে স্থানীয় কোম্পানিগুলির লাভ হবে কি?

টেসলার মত উচ্চমূল্যের গাড়িতে করের পরিমাণ কমলে, সেটি সর্বসাধারণের হাতের নাগালে চলে আসবে। এছাড়া এদেশের মাটিতে তৈরি হলে দাম আরও কমানো সম্ভব হবে। এর আগে টেসলা ভারতে তাদের গাড়ির দাম ২০ লক্ষ টাকা থেকে শুরুর ইঙ্গিত দিয়েছিল। এতে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Tata Nexon EV ও Mahindra XUV400-এর মতো মডেলগুলি।

সঙ্গে থাকুন ➥