Maruti Suzuki: মারুতির লাভের অঙ্ক রেকর্ড ছুঁল, টাটা-হুন্ডাইয়ের বাজার খাচ্ছে সংস্থার এই গাড়িগুলি

Avatar

Published on:

Maruti Suzuki Q2 Results

দীর্ঘদিন ধরেই ভারতের যাত্রীবাহী গাড়ির বাজারের রশি নিজের হাতে রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। গত তিন মাসে দেশের বৃহত্তম গাড়ি সংস্থাটির লাভের হার ৮০ শতাংশ বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩,৭১৭ কোটি টাকা লাভের মুখ দেখেছে সংস্থাটি। যেখানে ২০২২ সালের ওই সময়ে লাভের অঙ্ক ছিল ২,০৬২ কোটি টাকা। Brezza, Grand Vitara, Fronx ও Jimny-র মতো এসইউভি গাড়িগুলির চাহিদা বৃদ্ধিই লাভের অঙ্ক উঁচুতে তুলেছে বলে মনে করছে মারুতি।

SUV-র উচ্চ চাহিদা Maruti Suzuki-র লাভ বাড়ল

মারুতি জানিয়েছে, তাদের ইনপুট খরচ কমে যাওয়ার ফলে লাভের পরিমাণ বাড়ানো সহজ হয়েছে। ইন্দো-জাপানি সংস্থাটির লাভের অঙ্ক বাড়াতে অবদান রেখেছে Ertiga, XL6 ও Invicto-এর মত এমপিভি গাড়ি। এসইউভি এবং এমপিভি সম্মিলিতভাবে গত তিন মাসের লাভের অঙ্কে ৩২% অবদান রেখেছে। উক্ত সেগমেন্টে ১৬% বিক্রি বৃদ্ধির ফলে মুনাফায় আগের বছরের একই সময়ের তুলনায় গত তিন মাসে ২৫% অগ্রগতি ঘটেছে।

গত এক বছর ধরে নতুন নতুন এসইউভি লঞ্চের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট সেগমেন্টে নেতৃত্ব প্রদান করছে মারুতি সুজুকি। সম্প্রতি সংস্থার পোর্টফোলিওতে যোগ হয়েছে পাঁচ-দরজার Jimny ও Fronx। বর্তমানে যাত্রী গাড়ির বাজারে ৫৭% মার্কেট শেয়ার নিয়ে এসইউভির রমরমা। চলতি বছরের প্রথমার্ধে ৩ লাখের বেশি এমন গাড়ি বিক্রি হয়েছে। যার মধ্যে মারুতি সুজুকির মার্কেট শেয়ারের পরিমাণ ২৫%।

এসইউভি গাড়ির বাজারে মারুতি সুজুকির সাফল্যের অন্যতম কারণ Grand Vitara। যার এখনও পর্যন্ত ১.২৫ লাখের বেশি মডেল বিক্রি হয়েছে। গাড়িটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Hyundai Creta ও Kia Seltos। লঞ্চের সময় গাড়িটির ১০.৭০ লক্ষ টাকা দাম ধার্য করা হয়েছিল। গত সেপ্টেম্বরে সংস্থাটি এদেশে মোট ৫৯,২৭১ ইউনিট এসইউভি মডেল ডেলিভারি করেছে।

সঙ্গে থাকুন ➥