Vinfast India: বছরে তৈরি হবে 1.5 লক্ষ গাড়ি, বিপুল লগ্নি করে ভারতে কারখানা বানাচ্ছে টেসলার প্রতিদ্বন্দ্বী

Avatar

Published on:

Vinfast EV Plant in India

ভারত সরকারের তরফে দেওয়া বিভিন্ন ভর্তুকি সহ নানা সুযোগ-সুবিধা দেশ-বিদেশের বিভিন্ন অটোমোবাইল কোম্পানিকে আকৃষ্ট করছে। ফলে ভারতের মাটিতেই গাড়ি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে তারা। যার মধ্যে অন্যতম ভিয়েতনামের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নির্মাতা, ভিনফাস্ট (VinFast)। টেসলার ভারতে আগমন নিয়ে জল্পনা চলার মাঝেই বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য তামিলনাড়ুতে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সংস্থাটি।

VinFast ভারতে কারখানা তৈরি করছে

ভিনফাস্ট তামিলনাড়ু সরকারের সাথে মৌ সাক্ষর করেছে। সেখানে গড়ে ওঠা কারখানায় বার্ষিক ১,৫০,০০০টি গাড়ি তৈরি হবে। অনুমান, কাজ পুরোদমে চালু হয়ে গেলে ৩,০০০ থেকে ৩,৫০০ জনের কর্মসংস্থান তৈরি হবে। ভারতে বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে গাড়ি। এদিন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, শিল্পমন্ত্রী টিআরবি রাজা এবং শিল্প সচিব ভি অরুণ রায়।

তামিলনাড়ু সরকারের সাথে জোটবদ্ধ হওয়ার পর ভিনফাস্ট জানিয়েছে, তারা ২০০ কোটি ডলার বা প্রায় ১৬,৬৩৮ কোটি টাকা বিনিয়োগ করবে। তবে প্রথম পাঁচ বছরে ৫০ কোটি ডলার বা প্রায় ৪,১৬০ কোটি টাকা লগ্নি করবে বলে জানিয়েছে কোম্পানি।

এই প্রসঙ্গে ভিনফাস্ট ইন্ডিয়ার সিইও ফাম সান চাহু বলেন, “তামিলনাড়ুতে ভিনফাস্ট-এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ভারতে দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির একটি দৃষ্টান্ত। এতে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি মজবুত হবে।” দেশজুড়ে ডিলারশিপ নেটওয়ার্ক তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছে ভিনফাস্ট। যদিও ভারতে কোন ইভি মডেলটি তারা বিক্রি করবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি।

সঙ্গে থাকুন ➥