বিক্রির নিরিখে Hyundai-কে টপকে গেল Tata, কোন মন্ত্রে বাজিমাত রতন টাটার সংস্থার

Avatar

Published on:

Tata Motors beats Hyundai

একসময় ভারতের প্যাসেঞ্জার ভেহিকেলের বাজারে টাটা মোটরসের (Tata Motors) দাপট তেমন একটা দেখা না গেলেও, বিগত ক’বছর ধরেই জনপ্রিয়তার নিরিখে প্রতিপক্ষদের টেক্কা দিচ্ছে তারা। যার অন্যতম কারণ গাড়ির দুর্দান্ত বিল্ড কোয়ারিটি। ক্র্যাশ টেস্টে সবচেয়ে সফল গাড়ি এখন তাদের ঝুলিতে। ২০২৩-এর নভেম্বরের পর ডিসেম্বর মাসেও বিক্রির নিরিখে হুন্ডাই (Hyundai)-কে পেছনে ফেলে ভারতের দ্বিতীয় বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা হিসেবে উঠে এসেছে টাটা মোটরসের নাম।

বিক্রিতে Hyundai-কে টপকে গেল Tata Motors

২০২৩-এর ডিসেম্বরে ভারতের বাজারে মোট ৪৩,৬৭৫ ইউনিট গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। যেখানে গত মাসে হুন্ডাই এদেশে বেচেছে ৪২,৭৫০টি মডেল। তাই বলা যায় একদম অল্প ব্যবধানেই এগিয়ে গিয়েছে টাটা। বর্তমানে ভারতে দেশীয় কোম্পানিটি বিভিন্ন সেগমেন্টে মোট ১৩টি গাড়ি বিক্রি করে। যেখানে হুন্ডাইয়ের ঝুলিতে রয়েছে ১০টি মডেল, যার মধ্যে পাঁচটি এসইউভি।

সম্প্রতি তিনটি জনপ্রিয় এসইউভি আপডেট করেছে টাটা – Nexon, Harrier ও Safari। গত বছর বাজার কাঁপিয়েছে হুন্ডাইয়ের নতুন প্রজন্মের Verna সেডান ও Exter মাইক্রো এসইউভি। উভয় সংস্থাই ডিসেম্বরে নতুন মডেল লঞ্চ করা থেকে বিরত থেকেছে। বরং পুরোনো স্টক খালি করার জন্য বিভিন্ন মডেলে ডিসকাউন্ট দেওয়ার বিষয়ে জোর দিয়েছিল তারা।

অন্যদিকে, ডিসেম্বরে ১,০৪,৭৭৮ ইউনিট গাড়ি বিক্রির মাধ্যমে প্রতিপক্ষদের ধরাছোঁয়ার বাইরে থেকেছে Maruti Suzuki। নতুন বছরে টাটা ক্রেতাদের উন্মাদনা বাড়িয়ে Punch EV লঞ্চ করেছে। তাদের বৈদ্যুতিক মডেল হিসেবে পরবর্তীতে আসবে Curvv EV ও Harrier EV। টাটাকে টেক্কা দিতে হুন্ডাই-ও ক’দিন আগে Creta ফেসলিফ্ট বাজারে এনেছে।

সঙ্গে থাকুন ➥