Royal Enfiled কেনার স্বপ্ন? সংস্থার কোন মোটরসাইকেল সর্বাধিক বিক্রি হয় জানেন

Avatar

Published on:

Top 5 best selling royal Enfield motorcycles in February 2024

বিগত কয়েক মাসে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) একের পর এক নতুন মোটরসাইকেল লঞ্চ করে গিয়েছে। যার মধ্যে রয়েছে – Hunter, Super Meteor, Shotgun ও নিউ জেনারেশন Himalayan। কিন্তু নতুন লঞ্চ হয়েছে বলেই যে সেগুলি বিশাল সংখ্যায় বিক্রি হবে এমনটা নয়। গত মাসে বিক্রির নিরিখে রয়্যাল এনফিল্ডের পুরনো মডেলগুলিই সবার প্রথমে রয়েছে। চলুন 2024-এর ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রিত রয়্যাল এনফিল্ডের প্রথম পাঁচটি বাইকের সম্পর্কে জেনে নিই।

Royal Enfield Himalayan

সর্বাধিক বিক্রিত বাইকের পঞ্চম স্থানে উঠে এসেছে Royal Enfield Himalayan। সম্প্রতি 450 সিসি ইঞ্জিন সমেত বাইকটি লঞ্চ করেছে সংস্থা। লিকুইড কুল্ড প্রযুক্তির এটিই সংস্থার প্রথম মডেল। ফেব্রুয়ারিতে মোট 2,278 ইউনিট বিকিয়েছে এই বাইক।

Royal Enfield Meteor 350

বেচাকেনার নিরিখে চতুর্থ স্থানে জায়গা পেয়েছে Royal Enfield Meteor 350। এটির যখন লঞ্চ হয়েছিল তন বহু আপডেট সমেত এসেছিল। যা পরবর্তীতে সংস্থার অন্যান্য মডেলে ব্যবহার হয়। যেমন J-সিরিজ ইঞ্জিন। ফেব্রুয়ারি, 2024-এ এটি মোট 8,125 ইউনিট বিক্রি হয়েছে। আগের বছরের ওই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে 21%।

Royal Enfield Hunter

Royal Enfield Hunter তালিকার তৃতীয় স্থান আলোকিত করেছে। তরুণ প্রজন্মের ক্রেতাদের অন্যতম পছন্দের বাইক এটি। লঞ্চের পর থেকেই তাই ক্রেতামহলে সাড়া ফেলে দিয়েছে। আগের মাসে মোট 12,122 ক্রেতার হাতে হান্টারের চাবি তুলে দিতে পেরেছে রয়্যাল এনফিল্ড।

Royal Enfield Bullet 350

গত বছর নতুন প্রজন্মের Bullet 350 লঞ্চ করেছে Royal Enfield। বেচাকেনার নিরিখে এটি বর্তমানে সংস্থার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত টু হুইলার। আগের মাসে মোট 13,944 ক্রেতার সন্ধান পেয়েছে এই নস্টালজিক বাইক। এক বছর আগের সময়ের তুলনায় বিক্রি বেড়েছে 69%।

Royal Enfield Classic 350

Classic 350 দীর্ঘদিন ধরেই রয়্যাল এনফিল্ডের বেস্ট সেলিং মোটরসাইকেলের তকমা ধরে রেখেছে। আজও রাস্তায় বেরোলে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি এই মডেলটি দেখা যায়। কত মাসে 350 সিসির এই বাইকটি মোট 28,310 জন ক্রেতার পথ চলার সঙ্গী হয়ে উঠেছে। আগের বছরের ওই সময়ের তুলনায় চাহিদা বেড়েছে 3%।

সঙ্গে থাকুন ➥