HomeAutomobileইলেকট্রিক স্কুটার মানেই Ola, ফের রেকর্ড বিক্রি কোম্পানির, ধারেকাছে নেই Bajaj, TVS

ইলেকট্রিক স্কুটার মানেই Ola, ফের রেকর্ড বিক্রি কোম্পানির, ধারেকাছে নেই Bajaj, TVS

ভারতের ইভি টু-হুইলার মার্কেটের দখল নিতে একে অপরের সাথে জোরদার টক্কর চালাচ্ছে কোম্পানিরা। বিক্রির নিরিখে প্রথম হওয়ার লড়াইয়ে মূলত তিনটি নাম – ওলা ইলেকট্রিক (Ola Electric), বাজাজ অটো (Bajaj Auto), ও টিভিএস (TVS)। এছাড়াও, লঞ্চ হচ্ছে বিভিন্ন সংস্থার নতুন বৈদ্যুতিক স্কুটার। চলুন দেখে নিই, এপ্রিলে কোন সংস্থার ই-স্কুটার ভারতে সবথেকে বেশি বিক্রি হল।

এপ্রিলে ফের ভারতের টপ ইভি ব্র্যান্ড Ola Electric

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডা (FADA) পরিসংখ্যান বলছে, গত বছর এপ্রিলে যেখানে ৬৬,৮৭৩টি ইভি বিক্রি হয়েছিল, সেখানে গত মাসে সেটা কমে ৬৫,১১১ ইউনিটে এসে দাঁড়িয়েছে। অন্যান্য মাসের মতো এপ্রিলেও দেশের বেস্ট সেলিং ই-স্কুটার ব্র্যান্ডের তকমা পেয়েছে ওলা। তাদের ৩৩,৯৬৩টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে গত মাসে। যা আগের বছরের ওই সময়ের তুলনায় ৫৩.৯০ শতাংশ বেশি।

TVS Motor Company

আগের মাসে ইলেকট্রিক স্কুটার বিক্রির তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। এপ্রিলে তাদের বিক্রি হয়েছে ৭,৬৭৫টি বৈদ্যুতিক মডেল। আগের বছর এপ্রিলে বিক্রির অঙ্ক ৮,৭৫৮ ইউনিট থাকায় এবার চাহিদা ১২.৩৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে। আবার এ বছর মার্চে তাদের বিক্রি হয়েছিল ২৬,৫০১ ইউনিট। সেই তুলনায় এপ্রিলে বিক্রি কমেছে ৭১.০৪%।

Bajaj Auto

বাজাজ অটো (Bajaj Auto) বিক্রির নিরিখে বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা। এপ্রিলে সংস্থার ৭,৫২৯টি চেতক ই-স্কুটার বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ আগের বছর একই সময়ে বিক্রিবাটার অঙ্ক ছিল ৪,০৯৩ ইউনিট।

Ather Energy ও Greaves Electric Mobility

তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানের দখলদার যথাক্রমে এথার এনার্জি (Ather Energy) ও গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির (Greaves Electric Mobility) অধীনস্থ ব্র্যান্ড অ্যাম্পিয়ার (Ampere)। এ বছর এপ্রিলে সংস্থা দু’টির যথাক্রমে ৪,০৬২ ও ২,৫১১ ইউনিট ই-স্কুটার বিক্রি হয়েছে। উল্লেখ্য, এথার ২০২৩ সালের এপ্রিলে ৭,৮০২ ইউনিট বিক্রি করেছিল, ফলে গত মাসে চাহিদায় ৪৭.৯৪ শতাংশ পতন ঘটেছে। তবে অ্যাম্পিয়ারের ক্ষেত্রে গত বছরের এপ্রিলের সঙ্গে তুলনায় বিক্রি বেড়েছে ৩৫৫.৭২%।

RELATED ARTICLES

আরও পড়ুন