জানুয়ারিতে দাম বাড়ল সমস্ত চার চাকার, ব্যতীক্রম শুধু বৈদ্যুতিক গাড়ি, কীসের ইঙ্গিত?

Avatar

Updated on:

volvo-cars-india-hikes-prices-of-petrol-vehicle-range-by-2-per-cent

ভারতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের বিষয়ে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল প্রিমিয়াম গাড়ি নির্মাতা ভলভো কার ইন্ডিয়া (Volvo Car India)। এবারে নিজেদের প্রতিশ্রুতি পালনে নয়া পদক্ষেপ নিল সংস্থা। এদেশে বিক্রিত ইলেকট্রিক ভেহিকেলের দাম অপরিবর্তিত রেখে ইঞ্জিন চালিত গাড়ি মূল্য ২% বাড়ানোর কথা ঘোষণা করেছে তারা। জানিয়ে রাখি, সংস্থাটি ভারতে দু’টি ইভি মডেল বিক্রি করে – XC40 Recharge ও C40 Recharge।

XC40 Recharge ও C40 Recharge-এর দাম অপরিবর্তিত রাখল Volvo

বর্তমানে Volvo Recharge এবং Volvo C40 Recharge-এর দাম যথাক্রমে ৫৭,৯০,০০০ টাকা ও ৬২,৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। অন্য,দিকে আইসিই মডেল হিসেবে বিক্রিত XC60, S90 ও XC90-এর নতুন দাম যথাক্রমে ৬৮,৯০,০০০ টাকা, ৬৮,২৫,০০০ টাকা ও ১,০০,৮৯,০০০ টাকা (এক্স-শোরুম)। বৈদ্যুতিক মডেলের মধ্যে XC40 Recharge-এর চাহিদাই বেশ। এখনও পর্যন্ত গাড়িটির ৫৮০ ইউনিট বিক্রি হয়েছে।

আরও একবার মনে করিয়ে দিই, ২০২২-এর জুলাই মাসে XC40 Recharge-এর বুকিং শুরু হওয়ার মাত্র ২ ঘন্টার মধ্যে ১৫০ ইউনিট বুক হয়েছিল। অন্যদিকে, গত বছর সেপ্টেম্বরে C40 Recharge এদেশে লঞ্চ হয়েছিল। গোটা ভারতে এ পর্যন্ত সেটির ১৮০টি মডেল বেচেছে ভলভো। প্রসঙ্গত, নতুন বছর থেকেই দেশে অধিকাংশ পেট্রল-ডিজেল চালিত গাড়ির দাম বেড়েছে।

এই প্রসঙ্গে ভলভো কার ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর জ্যোতি মালহোত্রা বলেন, “আমরা এখন দীর্ঘমেয়াদী ইলেকট্রিক লাক্সারি গাড়ির উপর অধিক গুরুত্ব আরোপ করেছি। ২০৩০-এর মধ্যে অল ইলেকট্রিক কোম্পানিতে পরিণত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। ইলেকট্রিক ভেহিকেল কেনার বিষয়ে আমরা উৎসাহ জুগিয়ে চলেছি। মুদ্রাস্ফীতি ও ইনপুট খরচ বেড়ে যাওয়া সত্ত্বেও আমরা ইভি মডেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

সঙ্গে থাকুন ➥