Car Sales February: গত মাসে যাত্রী গাড়ির রেকর্ড বিক্রি, সর্বাধিক মডেল বেচল কে? জানুন এখানে

Avatar

Updated on:

Top 5 Largest Car Brands February 2023

ফেব্রুয়ারি ২০২৩-এ ভারতের বাজারে যাত্রীবাহী গাড়ির বেচাকেনার হাল হকিকত প্রকাশ্যে নিয়ে এলো ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডা (FADA)। যেখানে গেল মাসে সংস্থাগুলির পাইকারি বিক্রির পরিসংখ্যান উল্লেখ রয়েছে। এই প্রতিবেদনে ফেব্রুয়ারিতে সর্বাধিক গাড়ি বিক্রয়কারী প্রথম পাঁচটি কোম্পানি সম্পর্কে আলোচনা করা হল।

Maruti Suzuki India Ltd

বরাবরের মতো তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে ইন্দো-জাপানি সংস্থা Maruti Suzuki। গত মাসে এদের বেচাকেনার পরিমাণ ছিল ১,১৮,৮৯২ ইউনিট। আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় বিক্রি ৯,২৮১ ইউনিট বৃদ্ধি পাওয়ায় শতকরা হার ৮.৪৬ শতাংশ বেড়েছে। গত বছর ওই সময়ে সংস্থার মোট প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রির পরিমাণ ছিল ১,০৯,৬১১ ইউনিট।

Hyundai Motor India Ltd

গত মাসে গাড়ি বিক্রির নিরিখে দ্বিতীয় বৃহত্তম সংস্থার তকমা বজায় রেখেছে Hyundai Motor। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি গেল মাসে মোট ৩৯,১০৬ নতুন ক্রেতার মুখ দেখেছে। যেখানে আগের বছর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ৩৮,৬৮৮ ইউনিট। ফলে গত মাসের বেচাকেনাতে ১.০৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

Tata Motors Ltd

Hyundai-এর থেকে সামান্য ব্যবধানে পিছিয়ে Tata Motors। গত মাসে দেশের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থাটি মোট ৩৮,৯৬৫ ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রিবাটা হয়েছিল ৩৪,০৫৫ ইউনিট। ফলে এবারের বেচাকেনা উত্থান ঘটেছে ১৪.৪১ শতাংশ।

Mahindra & Mahindra Ltd

Mahindra & Mahindra আগের মাসে মোট ২৯,৩৫৬ ইউনিট প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি করতে সক্ষম হয়েছে। তুলনাস্বরূপ গত বছর ওই সময়ে সংস্থাটি মোট ১৮,২৬৪ ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিতে পেরেছিল। ফলে বেচাকেনায় অগ্রগতির শতকরা হার ৬০.৭৩%।

Kia Motors India Pvt Ltd

দক্ষিণ কোরিয়ার কোম্পানি কিয়া গত মাসে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার পঞ্চম স্থান দখল করেছে। মোট ১৯,৫৫৪ ক্রেতা কিয়ার গাড়ি বাড়ি নিয়ে এসেছেন। যেখানে এক বছর আগে বেচাকেনার সংখ্যা ছিল ১৩,৬২৩ ইউনিট। ফলে এবারের বিক্রিতে ৪৩.৫৩ শতাংশ জোয়ার দেখেছে তারা।

সঙ্গে থাকুন ➥