WhatsApp: কাজ মিটে গেলেই ডিলিট হয়ে যাবে গ্রুপ, হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

WhatsApp বর্তমানে 'এক্সপায়ারিং গ্ৰুপ' (Expiring Group) নামের একটি নয়া ফিচারের উপর কাজ করছে

ব্যবহারকারীরা যাতে একঘেয়ামি বোধ না করেন তার জন্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) সর্বদা তাদের প্ল্যাটফর্মে নতুন নতুন ফিচারের আমদানি করতে থাকে। যেমন হালফিলে জানা যাচ্ছে, উক্ত মেটা-মালিকাধীন অ্যাপটি বর্তমানে ‘এক্সপায়ারিং গ্ৰুপ’ (Expiring Group) নামের একটি নয়া ফিচারের উপর কাজ করছে। কার্যকারিতার কথা বললে, এই বৈশিষ্ট্যটি সক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, গ্ৰুপটি ‘এক্সপায়ার’ বা মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে উক্ত প্ল্যাটফর্মের থেকে ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশনও পাঠানো হবে৷ চলুন বিষয়ে এই বিষয়ে জেনে নেওয়া যাক…

Expiring Group নিয়ে কাজ করছে WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo -এর একটি সাম্প্রতিক রিপোর্টের মাধ্যমে ‘এক্সপায়ারিং গ্ৰুপ’ ফিচার সম্পর্কিত তথ্যটি সামনে এসেছে। রিপোর্ট অনুসারে, এই আসন্ন বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে এবং ‘হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ নম্বর ২.২৩.৮.১১’ (2.23.8.11) -এ দেখা গেছে। আরো জানা যাচ্ছে, এই অ্যান্ড্রয়েড বিটা আপডেটটি এই মুহূর্তে গুগল প্লে স্টোরে উপলব্ধ। এছাড়া শীঘ্রই মেটা-মালিকাধীন সংস্থাটি তাদের আইওএস (iOS) ভার্সনের জন্যও এই ফিচারটি রিলিজ করতে পারে।

WABetaInfo তাদের রিপোর্টে হোয়াটসঅ্যাপের এই আসন্ন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। স্ক্রিনশট অনুসারে, ‘এক্সপায়ারিং গ্ৰুপ’ ফিচারের অধীনে মোট ৫টি বিকল্প দেখা গেছে, যথা – অফ (Off), নাও (Now), ওয়ান ডে (One Day), ওয়ান উইক (One Week) এবং ওয়ান মান্থ (One Month)। এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে, গ্রুপটি শুধুমাত্র সেইসকল ব্যবহারকারীদের চ্যাট লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে যারা ফিচারটি এনাবল রাখবেন বা বিকল্পগুলির মধ্যে একটিকে চয়ন করবেন। গ্ৰুপের বাদবাকি সদস্যরা আগের মতই গ্রুপে অন্তর্ভুক্ত থাকতে পারবেন এবং যাবতীয় অ্যাক্টিভিটি দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের এইধরণের ফিচার নিয়ে আসার উদ্দেশ্য হল, মূলত ব্যবহারকারীদের ডিভাইসের স্টোরেজ ফ্রি রাখা। একই সাথে, দীর্ঘকাল ধরে অব্যবহৃত গ্রুপগুলিকে সরিয়ে চ্যাট উইন্ডোকে পরিষ্কার রাখতেও সহায়তা করবে এই ফিচার।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের জন্য এই ফিচারের অধীনে ‘নাও’ (Now) অপশন দিচ্ছে। তবে, আইওএস সংস্করণের ক্ষেত্রে ‘কাস্টম ডেট’ (Custom Date) বিকল্পটিও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। যদিও ফিচারটির ফাইনাল আপডেটে প্ল্যাটফর্মটি আলোচ্য দুটি বিকল্পই অফার করবে কি না তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যাইহোক বিশেষজ্ঞদের মতে, ‘এক্সপায়ারিং গ্রুপ’ ফিচারের ক্ষেত্রে ব্যবহারকারীরা ‘নাও’ -এর পরিবর্তে ‘কাস্টম ডেট’ বিকল্পটি বেছে নিতে বেশি পছন্দ করবেন।