Honda নাকি BMW, দুই ধরন্ধর সুপারবাইকের লড়াইয়ে এগিয়ে কে? কার দম বেশি

অতি সম্প্রতি ভারতে এসেছে BMW S 1000RR সুপারস্পোর্টস বাইকের নতুন সংস্করণ। যাহ এক্স শোরুম ধার্য হয়েছে ২০.২৫ লাখ টাকা। স্বাভাবিকভাবেই এদেশের লিটার-ক্লাস ক্যাটাগরিতে আবারো সর্বশ্রেষ্ঠ আসন দখলের পরিকল্পনা রয়েছে এর। অন্যদিকে ইতিমধ্যেই ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে আরও একটি সুপারস্পোর্টস বাইক Honda CBR1000RR-R Fireblade। আজকের প্রতিবেদনে এই দুটি মডেলের মধ্যে তুলনামূল্য আলোচনা করা হলো।

BMW S 1000RR vs Honda CBR1000RR-R Fireblade: ডিজাইন

বিএমডব্লিউ-র বাইকটিতে বৃহদাকার ফুয়েল ট্যাংকের সাথে রয়েছে ডাবল বাবেল উইন্ডসিল্ড, ডুয়েল এলইডি হেডল্যাম্প, ফেয়ারিং এর উপর লাগানো কার্বন ফাইবার উইংলেট, রাইডারের জন্য স্যা, উঁচু করা এগজস্ট পাইপ এবং সরু এলইডি টেল ল্যাম্প। অন্যদিকে CBR1000RR-R Fireblade মডেলটিতে খানিকটা স্পোর্টি লুকের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও ডুয়েল এলইডি হেড লাইট, ফুলফেয়ারিং, স্প্লিট স্টাইলের সিট, উঁচু করা এগজস্ট পাইপ এবং ছোট এলইডি টেলল্যাম্প রয়েছে এতে। দুটি বাইকের ক্ষেত্রেই ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে।

BMW S 1000RR vs Honda CBR1000RR-R Fireblade: ইঞ্জিন স্পেসিফিকেশন

BMW S 1000RR মডেলটিতে চালিকাশক্তি যোগায় ৯৯৯ সিসির লিকুইড কুল্ড ইনলাইন ফোর এবং ShiftCam প্রযুক্তি যুক্ত শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে উৎপাদিত সর্বোচ্চ পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ২০৫ এইচপি ও ১১২.৫ এনএম। অন্য হাতে থাকা Honda CBR1000RR-R Fireblade-তে অপেক্ষাকৃত অধিক শক্তিশালী ১০০০ সিসির লিকুইড কুল্ড, ১৬ ভালভ যুক্ত, DOHC ইনলাইন ফোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ২১৪.৫ এইচপি শক্তি ও ১১৩ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনের। উভয় ক্ষেত্রেই সিক্স স্পিড মানুয়াল গিয়ার বক্স বর্তমান।

BMW S 1000RR vs Honda CBR1000RR-R Fireblade: সাসপেনশন ও ব্রেক

রাইডারের সুরক্ষার্থে বিএমডব্লিউ ও হোন্ডার বাইক দুটিতে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার থ্রোটেল এবং একাধিক রাইডিং মোড দেওয়া হয়েছে। এছাড়াও উভয় ক্ষেত্রেই সাসপেনশনের জন্য সামনের চাকায় উল্টানো ফর্ক এবং পিছনে প্রিলোড এডজাস্টেবল মনোসক অ্যাবজর্ভার লাগানো রয়েছে।

BMW S 1000RR vs Honda CBR1000RR-R Fireblade: কোনটি কিনবেন

BMW S 1000RR এর দাম ২০.২৫ লাখ টাকা থেকে শুরু করে ২৪.৪৫ লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে Honda CBR1000RR-R Fireblade বাইকটির বেস প্রাইস ২৩.১১ লাখ টাকা। টপ ভ্যারিয়েন্টের মূল্য ২৩.৬৩ লাখ টাকা (সবকটি দাম এক্স শোরুমের)। যদিও হোন্ডার বাইকটিতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স ও লুকের দিক থেকে বিচার করলে S 1000RR একটি “ভ্যালু ফর মানি” মডেল।