Matter Energy আনল দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক, 150 কিমি রেঞ্জ, দুর্ধর্ষ ফিচার্স

Avatar

Updated on:

Matter Energy First Electric Bike unveiled

জীবাশ্ম জ্বালানি চালিত মোটরসাইকেলের কার্যকারিতার তুলনায় ইলেকট্রিক বাইকের সক্ষমতা কম – এমনটা যারা মনে করেন, তাঁদের ধারনাকে ভ্রান্ত প্রমাণিত করে আজ ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ম্যাটার এনার্জি (Matter Energy)-র প্রথম বৈদ্যুতিক বাইক। চার গতির গিয়ারবক্স, এবিএস, এবং লিকুইড কুল্ড ব্যাটারি সহ হাজির হয়েছে এটি। দেশের প্রথম ইলেকট্রিক বাইক হিসাবে এই তিন ফিচার পেয়েছে বাইকটি। ম্যাটার এনার্জির দাবি, তাদের এই নতুন মোটরসাইকেলটি ফুল চার্জে ১২৫ থেকে ১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে।

Matter Energy Electric Bike: ব্যাটারি এবং মোটর

ম্যাটারের বৈদ্যুতিক বাইকে দেওয়া হয়েছে একটি IP67-রেটিং যুক্ত লিকুইড কুল্ড, ৫.০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা বাড়িতে একটি ৫ অ্যাম্পিয়ার সকেট দ্বারা চার্জ করা যাবে। মোটরের সর্বোচ্চ ক্ষমতা ১০.৫ কিলোওয়াট এবং পিছনের চাকায় ৫২০ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। দাবি কতটা সত্য, তা অবশ্য যাচাই সাপেক্ষ। সিঙ্গেল চ্যানেল এবিএস সহ প্রথাগত জ্বালানির মোটরসাইকেলের মতো ফোর স্পিড গিয়ারবক্স পেয়েছে এটি।

Matter Energy Electric Bike: ফিচার্স

বাইকটির ফিচারের তালিকায় রয়েছে একটি ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি। যেখানে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, নোটিফিকেশন অ্যালার্ট এবং মিউজিক প্লেব্যাক রয়েছে। আর এই সমস্ত কিছু হ্যান্ডেলে থাকা সুইচ গিয়ারের বাটনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বিভিন্ন সময়ে সফটওয়্যারের আপডেট দিতে ওভার দ্য এয়ার বা OTA মাধ্যম ব্যবহার করা হবে।

ম্যাটারের ই-বাইকের অন্যান্য উল্লেখযোগ্য ফিচাগুলির মধ্যে রয়েছে ফব কি সহ কিলেস অপারেশন, অনবোর্ড চার্জার, ট্যাঙ্কের উপরে ৫-লিটারের গ্লোভবক্স। মোবাইল অ্যাপের মাধ্যমে থেফ্ট ডিটেকশন, চার্জিং পার্সেন্টেজ এবং রাইড স্ট্যাটের হদিশ পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে পার্ক অ্যাসিস্ট।

Matter Energy Electric Bike: ভ্যারিয়েন্ট, লঞ্চের সময়কাল এবং দাম

ম্যাটার এনার্জির ইলেকট্রিক বাইকটি ডিজাইনের দিক থেকে নেকেড স্ট্রিটফাইটারের ন্যায়। এতে দেওয়া হয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং এবং অটো ক্যান্সেলিং ইন্ডিকেটর। এছাড়া রয়েছে স্প্লিট সিট, হ্যান্ডেলবারে রেইস ক্লিপ, এবং পেছনে স্প্লিট গ্র্যাবরেল। চারটি রংয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে বাইকটি – গ্রে ও নিয়ন, ব্লু ও গোল্ড, ব্ল্যাক ও গোল্ড এবং রেড/ব্ল্যাক/হোয়াইট।

সংস্থাটি তাদের এই আসন্ন ইলেকট্রিক বাইকের বুকিং ২০২৩-এর প্রথম ত্রৈমাসিক থেকে শুরু করার কথা ঘোষণা করেছে। এপ্রিল থেকে ডেলিভারি শুরু হবে। ভারতে আসন্ন অটো এক্সপো-তে তিনটি ভ্যারিয়েন্টে হাজির হবে এটি। এখনও পর্যন্ত বাইকটির নাম এবং দাম, কোনো কিছুই খোলসা করেনি ম্যাটার।

সঙ্গে থাকুন ➥