শোরুমের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ, ইলেকট্রিক বিপ্লব ঘটাতে আরও দু’শো স্কুটারের দোকান খুলবে Ola

Avatar

Updated on:

Ola Electric opens 14 new Experience Centre

বিক্রির নিরিখে দেশের বৃহত্তম ই-স্কুটার সংস্থা ওলা ইলেকট্রিক (Ola Electric) ভারতের প্রতিটি কোণে ব্যাটারি চালিত দু’চাকা পৌঁছে দিতে শোরুমের সংখ্যা বাড়ানোয় মনোনিবেশ করেছে। সম্প্রতি তারা দেশের ১১টি শহরে ১৪টি নতুন আউটলেট বা এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের কথা ঘোষণা করেছে। ওলা বেঙ্গালুরুতে তিনটি, পুণেতে দুটি এবং আহমেদাবাদ, ভূপাল, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, কোটা, নাগপুর, রাচি এবং ভাদোদরাতে একটি করে মোট ১৪টি শোরুম খুলেছে।

নতুন আউটলেটগুলি ধরে ভারতে ওলার এক্সপেরিয়েন্স সেন্টারের সংখ্যা এখন পঞ্চাশের বেশি। এর আগে তারা ঘোষণা করেছিল ২০২৩-এর মার্চের মধ্যে ২০০-এর বেশি শোরুম খুলবে। তবে সেই এই লক্ষ্য পূরণের সময়সূচি এগিয়ে আগামী ডিসেম্বরে সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। ওলার এক্সপেরিয়েন্স সেন্টারগুলি থেকে বিক্রয় পরবর্তী পরিষেবা সহ ইলেকট্রিক স্কুটারের রক্ষণাবেক্ষণের যাবতীয় সুবিধা উপলব্ধ হবে।

এই প্রসঙ্গে ওলা ইলেকট্রিকের সিএমও অনশুল খান্দেলওয়াল বলেন, “বৈদ্যুতিক গাড়িপ্রেমীরা ওলা এক্সপেরিয়েন্স সেন্টারগুলি থেকে বাস্তবিক অভিজ্ঞতা সম্পূর্ণরূপে পছন্দ করছেন। পণ্যগুলি স্পর্শ এবং নিজেদের জিজ্ঞাস্য স্পষ্ট করতে পেরে এবং কেনার আগে ও পরে পরিষেবা পেয়ে তারা ভীষণ খুশি।”

প্রসঙ্গত, ওলা ইলেকট্রিকের পোর্টফোলিওতে বর্তমানে তিনটি ইলেকট্রিক স্কুটার রয়েছে – S1 Air, S1 ও S1 Pro। সিঙ্গেল চার্জে এদের রেঞ্জ যথাক্রমে ১০১, ১৪১ এবং ১৮১ কিলোমিটার। দামের প্রসঙ্গে বললে স্কুটারগুলির মূল্য যথাক্রমে ৮৪,৯৯৯ টাকা, ৯৯,৯৯৯ টাকা ও ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, আগামী বছরের মধ্যে ওলা তাদের ইলেকট্রিক গাড়ি ও মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে।

সঙ্গে থাকুন ➥