Hero, Bajaj-কে চাপে ফেলে জানুয়ারিতে নয়া ইলেকট্রিক বাইক আনছে Tork Motors

Avatar

Updated on:

Tork Motors New Electric Motorcycle 2023

প্রায় ৬ বছরের পরীক্ষা নিরীক্ষার পর এবছরের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন ভারতে বাজারে তাদের প্রথম ই-বাইক লঞ্চ করেছিল Tork Motors। Kratos নামে সেই ইলেকট্রিক মোটরসাইকেলটি স্ট্যান্ডার্ড (Standard) এবং আর (R) – এই দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ। লঞ্চের বছর ঘুরতে না ঘুরতেই ই-বাইক প্রসঙ্গে নয়া ঘোষণা এল টর্ক মোটরস (Tork Motors)-এর তরফে। সংস্থাটি জানিয়েছে, নতুন বছরে অটো এক্সপো-তে Tork Kratos-এর নয়া সংস্করণের (২০২৩) আত্মপ্রকাশ ঘটাবে। একইসাথে একটি নতুন বৈদ্যুতিক মোটরসাইকেলও প্রদর্শন করবে বলে নিশ্চিত করেছে তারা।

টর্কের কথানুযায়ী ক্র্যাটোস-এর নতুন প্রজন্মের মডেলটি আরও উন্নত কারুকার্য দ্বারা সজ্জিত হয়ে আসবে। যদিও এখনও পর্যন্ত এই ইলেকট্রিক মোটরসাইকেল এবং আসন্ন নতুন মডেলটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। দেশের প্রথম ব্যাটারি চালিত মোটরসাইকেলটি সম্পর্কে টর্ক মোটরসের প্রতিষ্ঠাতা এবং সিইও কপিল শেলকে বলেন, “Kratos ছিল ইলেকট্রিক ভেহিকেলের নতুন যুগের কেবল একটি সূচনা।”

শেলকে যোগ করেন, “টর্ক মোটরস টু-হুইলারের ডিজাইন, বিকাশ এবং উন্নয়নের ক্ষেত্রে সর্বদা তৎপর। এগুলি দেশীয় ভাবে এবং অনন্য মোটরসাইকেল প্ল্যাটফর্মের উপর তৈরি। ক্র্যাটোস লঞ্চের মাধ্যমে আমরা এদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।” তিনি জানান ২০২৩-এর অটো এক্সপো-তে নতুন প্রজন্মের ক্র্যাটোস আনা হচ্ছে। নতুন মডেলটি আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করার বিষয়ে আশা প্রকাশ করেছেন শেলকে।

প্রসঙ্গত, Tork Kratos-এর স্ট্যান্ডার্ড মডেলটির দাম ১,২২,৫০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এবং এটি কেবলমাত্র সাদা রঙেই উপলব্ধ। অন্যদিকে Kratos R-এর মূল্য ১,৩৭,৫০০ টাকা (এক্স-শোরুম)। এটি সাদা, নীল, লাল এবং কালো রঙে বেছে নেওয়া যায়। Tork Kratos ও Kratos R-এ উপস্থিত ৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। স্ট্যান্ডার্ড মডেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি এবং রেঞ্জ ১২০ কিমি। অন্যদিকে হাই-স্পেক ভ্যারিয়েন্টটির টপ স্পীড ১০৫ কিমি/ঘন্টা। উভয় মডেল সম্পূর্ণ চার্জে বাস্তবে ১২০ কিলোমিটার রেঞ্জ দেয়। 

সঙ্গে থাকুন ➥