Daiwa D50U1WOS: ভারতের প্রথম WebOS ভিত্তিক স্মার্ট টিভি লঞ্চ হল, কিনবেন নাকি?

ভারতে সর্বপ্রথম webOS ভিত্তিক স্মার্টটিভি এল Daiwa-র হাত ধরে। সদ্য বাজারে পা রাখা, ৫০ ইঞ্চির 4K UHD ডিসপ্লে প্যানেল যুক্ত এই স্মার্টটিভিটির মডেল নম্বর রাখা হয়েছে – D50U1WOS। স্লিক ফ্রেম ডিজাইনের এই Daiwa টেলিভিশনটিতে বেশ কয়েকটি অ্যাডভান্স ফিচার চোখে পড়বে। যার মধ্যে, মাল্টি-এইচডিআর ফরম্যাট, MEMC টেকনোলজি, অটো লো-লেটেন্সি মোড, সিনেমা মোড, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত থাকছে। এরই সাথে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার চালনা করার জন্য একটি ম্যাজিক রিমোর্টও পাওয়া যাবে। আর, যেহেতু স্মার্টটিভিটি বেজেল বিহীন ডিজাইন সহ এসেছে, সেহেতু ইউজাররা এটিতে ‘ওয়াইড-রেঞ্জ’ স্ক্রিনে মুভি বা ওয়েব সিরিজ দেখার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। তাহলে চলুন Daiwa-র D50U1WOS মডেল নম্বরের এই নতুন স্মার্টটিভির দাম ও যাবতীয় স্পেসিফিকেশন জেনে নিই।

Daiwa D50U1WOS স্মার্টটিভি দাম ও লভ্যতা

Daiwa D50U1WOS স্মার্টটিভিটির দাম ৪৩,৯৯০ টাকা ধার্য করা হয়েছে। এই 4K UHD স্মার্টটিভিটি ভারতের যেকোনো শীর্ষস্থানীয় রিটেল স্টোর বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (www.daiwa.in) থেকে পাওয়া যাবে।

Daiwa D50U1WOS স্মার্টটিভি ফিচার ও স্পেসিফিকেশন

নয়া Daiwa D50U1WOS বা webOS স্মার্টটিভিতে আছে ৫০ ইঞ্চি বেজেলহীন স্লিক ফ্রেম ডিসপ্লে প্যানেল। এটি ৯৬% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট দেবে। এই স্মার্টটিভিটিতে কনটেন্ট দেখার ক্ষেত্রে থিয়েটারের মতো মনোরম অভিজ্ঞতা উপভোগ করা যাবে। কারণ এই স্মার্টটিভির ডিসপ্লে, ১.৭ বিলিয়ন কালার, 4K রেজোলিউশন ভিজ্যুয়াল এবং আল্ট্রা-হাই ডেফিনেশন (UHD) পিকচার কোয়ালিটি অফার করবে। শুধু তাই নয়, ৫০ ইঞ্চির এই টেলিভিশনটির ডিসপ্লে প্যানেলে, HDR10 এবং HLG (Hybrid Log Gamma) সমেত মাল্টি-এইচডিআর ফরম্যাট বর্তমান।

সাথে, সিনেমেটিক মানের ভিউয়িং অভিজ্ঞতা সরবরাহের জন্য টিভিটিতে একটি ‘সিনেমা মোড’ সামিল থাকছে, যার কালার টেম্পারেচার ডি৬৫০০। এছাড়া, Daiwa -এর এই টিভিটি, ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত মোশন এস্টিমেশন অ্যান্ড মোশন কম্পেনসেশন (MEMC) টেকনোলজির সাথে এসেছে। এই ফিচারটি টিভিতে দেখানো ভিডিও ব্লার-কে অপসারণ করার মাধ্যমে কনটেন্টের রিফ্রেশ রেটকে বৃদ্ধি করবে।

অডিও ফ্রন্টের কথা বললে, এটিতে ডলবি অডিও সাউন্ড টেকনোলজির সাথে ২০ ওয়াটের সারাউন্ডিং সাউন্ড বক্স স্পিকার দেওয়া হয়েছে। আর গেমারদের জন্য এই টিভিটিতে থাকছে, অটো লো-লেটেন্সি মোড বা সংক্ষেপে ALLM। এটি ইনপুট ল্যাগকে হ্রাস মাধ্যমে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করে। আবার, দ্রুত ওয়েব ব্রাউজিং, স্মুথ মাল্টি-টাস্কিং এবং দুর্দান্ত পারফরম্যান্স সরবরাহ করতে টিভিটিতে, ARM CA55 ১.১ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে, ১.৫ জিবি র‌্যাম এবং ৮ জিবি অনবোর্ড স্টোরেজ।

অন্যদিকে, webOS স্মার্টটিভিটিতে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্টও পাওয়া যাবে। যার মধ্যে, Amazon Prime Video, Netflix, Disney+ Hotstar, SonyLiv, YouTube এবং Zee5 সামিল থাকছে। এছাড়া, কনটেন্ট স্টোরে ইউজারদের জন্য একটি গেম সেকশন থাকছে। এই টিভির সাথে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার যুক্ত ম্যাজিক রিমোর্ট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন