Reel বানানোর জন্য সেরা এই Smartphone, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, দামে পাবেন দারুণ ছাড়ও

TikTok ব্যান হলেও Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কারণে Reel ভিডিও বানানোর ক্রেজ বা প্রবণতা অনেক বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন বহু মানুষ ভালোমানের ফ্রন্ট ক্যামেরা আছে এমন স্মার্টফোন কেনার দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে আপনিও যদি দুর্দান্ত সেলফির জন্য একটি ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে Vivo V25 5G আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আর, বিশেষ বিষয় হল যে এই Vivo ফোনটি এখন Flipkart-এ এর MRP থেকে কম দামে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক Vivo V25 5G হ্যান্ডসেটে কী অফার পাওয়া যাচ্ছে এবং এতে আর কী কী ফিচার আছে।

Vivo V25 5G-এর দাম এবং Flipkart-এর অফার

ভিভো ভি২৫ ৫জি স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৩৪,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট এই ফোন এখন ২৯,৯৯৯ টাকায় বিক্রি করছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ফোনটির দাম আরও ১,৫০০ টাকা কমানো যেতে পারে। এর সাথে মিলবে ১,০২৬ টাকার মাসিক ইএমআইও।

উল্লেখ্য, আপনি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে এই ফোনটিতে উপলব্ধ আরেকটি অফার আপনার কাজে আসবে – আপনি ৬৯৯ টাকার স্পটিফাই প্রিমিয়াম (Spotify Premium) সাবস্ক্রিপশন, ভিভো ভি২৫ ৫জি-র সাথে ফ্রি পাবেন।

Vivo Y25 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ভিভো ভি২৫ ৫জি স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৪ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০৪ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে, একইভাবে এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও। এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারেরও সুযোগ দেবে।