Aadhaar Card Photo: আধার কার্ডের ফটো কীভাবে আপডেট করবেন জেনে নিন

Avatar

Published on:

Aadhaar Card Photo Update

আপনার আধার কার্ডের ছবি (Aadhaar Card Image) যদি পছন্দ না হয়, তবে আপনি এটি পরিবর্তন করতে পারেন। তবে বাড়িতে বসে এই কাজ করা যাবে না‌। এর জন্য আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। আসলে বায়োমেট্রিক আপডেট এখন শুধু এনরোলমেন্ট সেন্টার থেকেই করা যাবে। আসুন আধার কার্ডের ফটো কীভাবে বদলাবেন জেনে নেওয়া যাক।

আধার কার্ডে ছবি আপডেট করবেন যেভাবে (Update Aadhaar Card Photo)

১. প্রথমে আপনার ফোন বা ল্যাপটপ থেকে appointments.uidai.gov.in ওয়েবসাইটে যান।

২. এবার পিন কোডের সাহায্যে আপনার নিকটস্থ আধার কেন্দ্র সম্পর্কে জেনে নিন।

৩. এবার সেই কেন্দ্রে আধারের বায়োমেট্রিক আপডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন।

৪. তারপরে, আপনি কেন্দ্রে গিয়ে আপনার আধার কার্ডের ফটো পরিবর্তন করতে পারেন।

৫. ছবি পরিবর্তন করতে আপনাকে ১০০ টাকা দিতে হবে।

৬. পরিবর্তে, আপনি একটি স্লিপও পাবেন যার সাহায্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবেন।

৭. আধারে ফটো আপডেট হতে সর্বোচ্চ ৯০ দিন সময় লাগতে পারে।

সঙ্গে থাকুন ➥