PM Modi Free Bijli Yojana: প্রধানমন্ত্রীর ফ্রি বিদ্যুৎ যোজনা, অনলাইনে আজই করুন আবেদন

Avatar

Published on:

PM Modi Free Bijli Yojana

দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় জিনিস হল বিদ্যুৎ। যাকে ছাড়া বর্তমানে জীবন যাপন করা ভীষণই কঠিন। তাই প্রত্যেক মানুষ যাতে এর সুবিধা পায়, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে একটি বিদ্যুৎ প্রকল্প শুরু করেছেন। যে প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় এক কোটি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। আর, আমরা যে স্কিমের কথা বলছি তার নাম প্রধানমন্ত্রী সুরিয়া ঘর মুফত বিজলী যোজনা (PM Surya Ghar Muft Bijli Yojana)।

প্রকৃতপক্ষে, এটি একটি সৌর প্রকল্প অর্থাৎ সোলার স্কিম, যার জন্য এখন ভর্তুকি দিচ্ছে সরকার। আর আপনি যদি সারাজীবন বিদ্যুতের বিলের বোঝা বয়ে বেড়াতে না চান, তাহলে আজই আবেদন করতে পারেন এই স্কিমের জন্য।

PM Surya Ghar Muft Bijli Yojana এর জন্য কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?

  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • ছাদসহ একটি ঘর থাকতে হবে।
  • বাড়ির যেকোনো সদস্যের নামে ইলেকট্রিক বিল থাকতে হবে।
  • এই প্রকল্পে বাড়ির কোনো সদস্য সোলার ভর্তুকির সুবিধা পেলে তারা আবেদন করতে পারবেন না।
  • ছয় মাসের ইলেকট্রিক বিল-এর রশিদ থাকতে হবে।

কিভাবে অনলাইন আবেদন করবেন?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://pmsuryaghar.gov.in-এ যান।
  • এরপরে স্টেট, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি নির্বাচন করুন।
  • তারপরে রেজিস্ট্রেশনের জন্য বিদ্যুৎ বিলের নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন।
  • অ্যাকাউন্টে লগ ইন করার পরে, অনলাইনে আবেদন করুন।
  • অ্যাপ্রুভালের পরে, Discom-এর রেজিস্টার্ড সেলারের কাছ থেকে সোলার প্যানেল ইনস্টল করুন।
  • ইনস্টলেশনের পরে, প্লান্টের বিবরণ লিখুন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
  • এবার ব্যাঙ্কের বিবরণ এবং ক্যান্সেল চেক জমা দিন। 30 দিনের মধ্যে ভর্তুকি পেয়ে যাবেন।

ভর্তুকি হিসেবে কত টাকা পাওয়া যাবে?

  • 1 থেকে 2 কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করলে 30,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে।
  • 2 থেকে 3 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য পাওয়া যাবে 60,000 থেকে 78,000 টাকা।
  • 3 কিলোওয়াট সোলার প্যানেল বসালে ভর্তুকি হিসেবে দেওয়া হবে 78,000 টাকা।
সঙ্গে থাকুন ➥