Maruti Jimny: 2 লক্ষ টাকা ছাড়, ভিড় জমছে মারুতির শোরুমে, এত সস্তায় SUV কেউ দিতে পারবে?

Mahindra Thar-কে টেক্কা দিতে এই বছর জানুয়ারি মাসে ভারতে আত্মপ্রকাশ করেছে পাঁচ দরজার Maruti Suzuki Jimny। কিন্তু লঞ্চের পরের ক’মাস বাদে সেভাবে আশানুরূপ সাড়া পায়নি এই অফ-রোড এসইউভিটি। অফ-রোডার গাড়ির জগতে যেখানে দাপট বাড়িয়েই চলেছে মাহিন্দ্রা থার। তাই দীপাবলির পর বর্ষশেষেও গাড়িটির উপর বিশাল ডিসকাউন্ট ঘোষণা করেছিল মারুতি। যার সুফলও এবার হাতেনাতে পাচ্ছে সংস্থা। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে মারুতি সুজুকির প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সেলস অ্যান্ড মার্কেটিং) শশাঙ্ক শ্রীবাস্তব বলেছেন, “ডিসেম্বরে ৪,০০০ থেকে ৫,০০০ ইউনিটের সেলস মাইলস্টোন পেরোতে পারে জিমনি।”

মারুতি জিমনির বিক্রি ডিসেম্বরে পাঁচ হাজার ছাড়াতে পারে

মারুতি জিমনি এসইউভি-র চাহিদা লঞ্চের সময় এত বেশি ছিল যে, দেখতে দেখতে বুকিং ৪৩,০০০ পার করে যায়। যদিও পরবর্তীতে চাহিদা থিতিয়ে পড়তে দেখে ইয়ার এন্ড অফার ঘোষণা করে মারুতি সুজুকি। এরপর থেকেই চাহিদায় বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। বর্ষশেষে নেক্সা শোরুমে জিমনির ক্রেতার সংখ্যা বাড়ছে। ফলে স্টক খালি করতে সুবিধা হচ্ছে ডিলারদের। বিক্রির সংখ্যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে খোদ সংস্থার কর্তা।

শ্রীবাস্তব বলেন, “Jimny গাড়িটির অটোমেটিকের ৫৫% এবং ম্যানুয়াল ভ্যারিয়েন্টের ৪৫% চাহিদা দেখেছি আমরা। কিন্তু উৎপাদনে ভিন্নতার কারণে আমাদের অটোমেটিক ট্রান্সমিশনের জোগানে সমস্যা হচ্ছে। আমরা ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত মডেলটি বেশি তৈরি করছি।”

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই Jimny SUV-তে আবেদনময়ী ডিসকাউন্ট এবং নানান সুযোগ সুবিধা দিয়ে আসছে সংস্থা। দিওয়ালির সময় গাড়িটিতে প্রায় ১ লক্ষ টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছিল। নির্দিষ্ট সময়ের জন্য বেস ভ্যারিয়েন্টে ছাড়ের অঙ্ক বাড়িয়ে ২ লক্ষ টাকার কাছাকাছি করা হয়েছে। বর্তমানে গাড়িটির Zeta MT-এর দাম ১২.৭৪ লাখ থেকে কমে ১০.৭৪ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এর ফলে এন্ট্রি লেভেল পেট্রোল ভারিয়েন্টের Thar 4WD MT-র তুলনায় জিমনি ৪ লাখ টাকা সস্তা হয়েছে।