নতুন বছরের শুরুটা আশানুরূপ হল না Hero-র, বাইকের চাহিদায় ভাটা, স্কুটার বিক্রি সামান্য বাড়ল

দেশের বৃহত্তম টু-হুইলার কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর বিক্রিতে সামান্য পতন। ২০২৩ এর জানুয়ারিতে সংস্থাটি মোট ৩,৫৬,৬৯০টি বাইক ও স্কুটার বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ, ২০২২-এর প্রথম মাসে সংস্থাটি ৩,৮০,৪৭৬ ইউনিট দু’চাকা গাড়ি বেচেছিল। এদিকে আগের বছরের প্রথম মাসের চাইতে রপ্তানি ২১,৮১৬ থেকে কমে ৭,২৫৩ ইউনিট হয়েছে। তবে বেচাকেনায় ভাটা দেখা দিলেও চলতি মাসের শেষের দিকে বিভিন্ন সামাজিক উৎসবের কারণে চাহিদা বাড়বে বলে আশাবাদী হিরো।

মোটরসাইকেলের ক্ষেত্রে বিক্রি ৩,৫৭,৮৪৫ থেকে কমে দাঁড়িয়েছে ৩,৩৩,৬৩৮-এ। অন্যদিকে স্কুটারের বিক্রি ২২,৬৩১ থেকে সামান্য বেড়ে ২৩,০৫২ ইউনিট হয়েছে। উল্লেখ্য, সংস্থাটি তাদের সবচেয়ে স্টাইলিশ এবং ফিচারে ভরপুর স্কুটার Xoom 110 লঞ্চ করেছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে এসেছে – LX, VX ও ZX। দাম যথাক্রমে ৬৮,৫৯৯ টাকা, ৭১,৭৯৯ টাকা ও ৭৬,৬৯৯ টাকা ধার্য করা হয়েছে।

হিরো জুম ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড Fi সিভিটি ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা থেকে ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮.০৪ বিএইচপি শক্তি এবং ৫,৭৫০ আরপিএম গতিতে ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনের চাকায় ডিস্ক অথবা ড্রাম ব্রেক উভয় বিকল্প উপস্থিত। তবে পেছনে রয়েছে কেবল ড্রাম ব্রেক।

Xoom 110-এ দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ১২ ইঞ্চি হুইলে ছোটে এটি। ফিচারের মধ্যে উপস্থিত কর্নারিং লাইট। যা এই সেগমেন্টে প্রথম। এছাড়া উপস্থিত ব্লুটুথ চালিত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যা থেকে কল বা এসএমএস অ্যালার্ট মিলবে। এছাড়া রয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, বুট লাইট এবং ফ্রন্ট গ্লোভ বক্সে মোবাইল চার্জার।