Vivo Y78m বাজার কাঁপাতে লঞ্চ হল, সস্তায় 256 জিবি স্টোরেজ, 120hz ডিসপ্লে-সহ ব্যাপক ফিচার্স

ভিভো চুপিসারে হোম মার্কেট চীনে তাদের একটি নতুন Y-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Vivo Y78m। এটি Y78 লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Vivo Y78 এবং Y78+ এর সাথে যোগদান করেছে। সদ্য লঞ্চ হওয়া Vivo Y78m হল গত মে মাসে বাজারে আত্মপ্রকাশ করা Y78-এর একটি ভ্যারিয়েন্ট। দুটি ফোন মূলত কালার অপশন এবং মেমরি কনফিগারেশনের দিক থেকে ভিন্ন। এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশনগুলি প্রায় এক। Vivo Y78m ফোনটি এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 7020 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে এই নবাগত ভিভো ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y78m-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

ভিভো ওয়াই৭৮এম-এ ৬.৬৪ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,০৮০ x ২,৩৮৮ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১৯.৯:৯ অ্যাসপেক্ট রেশিও, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও, ডিসিআই-পি৩ কালার গ্যামট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ ভিভো দাবি করেছে যে, ডিভাইসটি ৯১.০৬ শতাংশের স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। ভিভো ওয়াই৭৮এম-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০২০ চিপসেটটি (ডাইমেনসিটি ৯৩০-এর রিব্র্যান্ডেড সংস্করণ)।

প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড ওয়াই৭৮ ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। অন্যদিকে, নয়া ভিভো ওয়াই৭৮এম শুধুমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y78m-এর রিয়ার শেলটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে রান করে এবং নিরাপত্তার জন্য এটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Y78m-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। ফোনটি ডুয়েল সিম, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাকের মতো অন্যান্য ফিচারগুলিও অফার করে।

Vivo Y78m-এর মূল্য এবং লভ্যতা

চীনের মার্কেটে Vivo Y78m-এর একমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি সংস্করণটির মূল্য ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,০০০ টাকা)। এটি এখনও চীনের বাজারে কেনার জন্য উপলব্ধ নয়। সেল শুরু হলে, ক্রেতারা এটিকে ব্ল্যাক এবং ব্লুয়ের মতো কালার অপশনে এটিকে বেছে নিতে পারবেন। তুলনায়, স্ট্যান্ডার্ড Y78 ব্ল্যাক, গ্রীন এবং গোল্ডেন কালারে পাওয়া যায়। তবে Vivo Y78m ভারতীয় বাজারে বিক্রি হবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।