বিক্রি বন্ধ হল টাচবার সহ আসা সস্তা Apple 13 inch MacBook Pro এর, জেনে নিন কারণ

Avatar

Published on:

Apple 13 inch MacBook pro with touch bar discontinues after 14 inch MacBook pro launch

আজ অর্থাৎ ৩১ অক্টোবর ‘Apple Scary Fast’ ইভেন্টে M3 চিপ সহ দুটি Mac ডিভাইস লঞ্চ হয়েছে। এগুলি হল – 14 inch MacBook Pro ও 16 inch MacBook Pro। আর নতুন ম্যাক আসতেই Apple পুরানো টাচবার সহ 13 inch MacBook Pro এর বিক্রি বন্ধ করল।

টাচ বার MacBook Pro এর বিদায়

টাচ বার সহ 13 inch MacBook Pro লঞ্চ হয় ২০২০ সালে। এতে ১০ জিপিইউ কোর সহ অ্যাপল এম২ চিপ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, অ্যাপল প্রথমবার টাচবার ২০১৬ সালে নিয়ে এসেছিল।

13 inch MacBook Pro এর ২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ১,২৯,৯০০ টাকা। আর নতুন M3 সহ 14 inch MacBook Pro এর ৫১২ জিবি + ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৬৯,৯০০ টাকা এবং ১ টিবি + ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৮৯,৯০০ টাকা।

ফলে বলতে দ্বিধা নেই যে, সস্তা ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো আর পাওয়া যাবে না। পাশাপাশি আপনি যদি টাচবার ম্যাকবুক পছন্দ করেন, তাহলেও আর কোনো বিকল্প উপলব্ধ থাকবে না। যদিও অনেকের কাছে টাচবার ফিচার এত জনপ্রিয় নয়।

সঙ্গে থাকুন ➥