Honda Hawk 11: হোন্ডার এমন বাইক দেশে আগে দেখা যায়নি, লঞ্চ হতে পারে শীঘ্রই

ভারতে কমিউটার মোটরবাইকের পাশাপাশি বিগউইং (BugWing)-এর মাধ্যমে বিক্রিত প্রিমিয়াম টু-হুইলারের ক্ষেত্রে জোর দিচ্ছে হোন্ডা (Honda)। গত বছর মার্চে জাপানের ‘ওসাকা মোটরসাইকেল’ প্রদর্শনীতে উন্মোচিত Hawk 11 এবার এদেশেও আনার প্রক্রিয়াকরণ শুরু করল জাপানি সংস্থাটি। এদেশে বাইকটির পেটেন্ট দায়ের করেছে তারা। যা এখানে বাইকটির লঞ্চের সম্ভাবনা তীব্র করেছে।

আপকামিং মডেলটি ক্যাফে রেসার ডিজাইনের মোটরসাইকেল। ভারতে সংস্থার এমন দু’চাকা গাড়ি আগে দেখা যায়নি। পারফরম্যান্সের কথা বললে, হোন্ডা হক ১১-এর ১,০৮২ সিসি প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিনটি থেকে ১০০ এইচপি শক্তি এবং ১০৪ এনএম টর্ক উৎপন্ন হয়। পাওয়ারট্রেনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। এই একই ইঞ্জিন হোন্ডার NT1100 ও Africa Twin-এও দেওয়া হয়েছে।

Honda Hawk 11 ফিচার্স

হোন্ডা হক ১১ এ উপস্থিত চারটি রাইডিং মোড – স্পোর্ট, স্ট্যান্ডার্ড, রেইন এবং একটি ব্যবহারকারীর পছন্দের মোড। এতে দেওয়া হয়েছে এলইডি ইলুমিনেশন। আবার বাইকটিতে এবিএস এবং হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল অতিরিক্ত ফিচার হিসেবে বেছে নেওয়া যায়।

সেমি ডাবল ফ্রেমের ওপর ভিত্তি করে গঠিত হক ১১। সামনে ও পেছনে রয়েছে মোনোশক এবং Showa বড় পিস্টন ফর্ক। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে দুটো এবং পেছনে একটি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সামনে ১২০/৭০ ও পেছনে ১৮০/৫৫ টায়ার সমেত ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে বাইকটি। ২১৪ কেজি ওজনের বাইকটি মাটি থেকে সিটের উচ্চতা ৮২০ মিমি।

Honda Hawk 11 এদেশে লঞ্চ ও দাম

ভারতে হক ১১ লঞ্চের প্রসঙ্গে এখনও মুখ খোলেনি সংস্থা। এমনকি এদেশে বাইকটির পেটেন্ট দায়ের করা হলেও এটি যে লঞ্চ হবেই, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কারণ অতীতে পেটেন্ট দায়ের করার পরেও লঞ্চ না হওয়ার নিদর্শন দেখা গিয়েছে। জাপানের বাজারে বাইকটির গ্রাফাইট ব্ল্যাক এবং পার্ল হক আই ব্লু কালার মডেলের দাম ১৩,৯৭,০০০ ইয়েন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮.৪৪ লক্ষ টাকা।