Hero Hunk নস্ট্যালজিয়া উস্কে ভারতে ফিরছে? রাস্তায় নতুন মডেলের দর্শন জল্পনা বাড়াল

২০২৩-এ নতুন আপডেট সহ বাজারে পা রাখতে চলেছে Hero Hunk। নয়া ভার্সনে থাকছে স্পোর্টি গ্রাফিক্স এবং ফুয়েল ট্যাঙ্কে হাঙ্ক ব্র্যান্ডিং। রাজস্থানের জয়পুরে সংস্থার টেক সেন্টারের কাছে বাইকটির ট্রায়াল চলাকালীন দর্শন পাওয়া গেছে। এদেশে বিক্রি বন্ধ করে দেওয়া হলেও বিশ্বের বিভিন্ন দেশে বিকোয় মোটরসাইকেলটি।

উল্লেখযোগ্য বিষয় হল, বাইকটি কার্বুরেটর সহ উপলব্ধ। আসন্ন মডেলটিতেও তেমনই একটি ইউনিটের দেখা মিলেছে। এতে রয়েছে একটি ১৪৯.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, কার্বুরেটর যুক্ত ইঞ্জিন। যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ১৫ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১২.৬ এনএম টর্ক উৎপন্ন হয়।

হিরো হাঙ্ক-এর হার্ডওয়ারের প্রসঙ্গে বললে এতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক সাসপেনশন, দু’চাকায় ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস উপস্থিত। স্পট হওয়া মডেলটির স্টাইলিং বিদেশে বিক্রিত বাইকটির সাথে অনুরূপ বলা যায়।

2023 Hunk আগের মতই টুইন ডিআরএল সহ একটি হ্যালোজেন হেডলাইট, একটি ইঞ্জিন কাউল, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, সেটআপ সিট, একটি সাইড স্লাঙ্গ এগজস্ট, এবং স্পিরিট স্টাইল অ্যালয় হুইলে ছুটবে। এমনকি আসন্ন মডেলটির গ্রাফিক্সেও কোনো পরিবর্তন ঘটানো হয়নি। তবে ভারতের বাজারে নতুন মডেলটির লঞ্চের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ফলে হিরো হাঙ্কের নতুন অবতারে ভারতে ফেরার আশা করলে হতাশ হবেন।