Honda Elevate: 90 শতাংশের বেশি যন্ত্রপাতি ভারতে তৈরি, হোন্ডার কারখানা থেকে বেরোলো মেড-ইন-ইন্ডিয়া SUV

লঞ্চের আগে মাঝারি আকারের নতুন এসইউভি (SUV) এলিভেট (Elevate)-এর উৎপাদন শুরু করার কথা ঘোষণা করল হোন্ডা (Honda)। রাজস্থানে সংস্থার টাপুকারার কারখানাতে গাড়িটির উৎপাদনের কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বরে এদেশে লঞ্চ করবে Honda Elevate। যার ৯০ শতাংশের বেশি স্থানীয়করণের দাবি করেছে জাপানি সংস্থাটি। ফলে প্রতিপক্ষদের তুলনায় কম দাম নির্ধারণ করার ক্ষেত্রে হোন্ডাকে বিশেষ বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে।

Elevate-এর উৎপাদন শুরুর কথা ঘোষণা করল Honda

ভারতে তৈরি হওয়া গাড়িটি বিশ্ববাজারেও আত্মপ্রকাশ করবে। এদিকে সেপ্টেম্বরে লঞ্চের পাশাপাশি ওই মাস থেকে ডেলিভারি শুরু করার প্রস্তুতি নিচ্ছে হোন্ডা কারস ইন্ডিয়া (Honda Cars India)। ইতিমধ্যেই Elevate-এর বুকিং গ্রহণ শুরু করেছে সংস্থা। পেশীবহুল ডিজাইনের কারণে উন্মোচন হওয়া মাত্রই মডেলটি অসংখ্য আগ্রহী ক্রেতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

“ম্যান ম্যাক্সিমাম মেশিন মিনিমাম” – সংস্থার এই ঘরানা মেনে তৈরি হয়েছে এলিভেট। এর কেবিনে তাৎপর্যপূর্ণ জায়গা মিলবে বলে দাবি করা হয়েছে। যাত্রীদের মাথা, হাঁটু এবং পা রাখতে কোনো অসুবিধা হবে না। আবার ৪৫৮ লিটার কার্গো স্পেস উপলব্ধ রয়েছে। ফ্ল্যাট ফ্রন্ট প্রোফাইল সহ গাড়িটির বাইরের ডিজাইন যথেষ্ট বোল্ড এবং পেশীবহুল। যে কারণে এর রোড প্রেজেন্স বেশি হবে বলেই মনে করা হচ্ছে।

হোন্ডা এলিভেট একাধিক কালার অপশনে হাজির হবে। যার মধ্যে সিঙ্গেল ও ডুয়েল টোন উভয় বিকল্প রয়েছে। যথা – ফোনিক্স অরেঞ্জ পার্ল, অব্সিডিয়ান ব্লু পার্ল, রেডিয়েন্ট রেড মেটালিক, প্লাটিনাম হোয়াইট পার্ল, গোল্ডেন ব্রাউন মেটালিক, সিলভার মেটালিক এবং মিটিওরয়েড গ্রে মেটালিক।

এগিয়ে চলার শক্তি জোগাতে Honda Elevate-এ থাকছে একটি ১.৫ লিটার iVTEC DOHC পেট্রোল ইঞ্জিন। এটি ৬-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি উভয় গিয়ারবক্স সহ কেনা যাবে। মোটর থেকে সর্বোচ্চ ১১৯ বিএইচপি শক্তি এবং ৪,৩০০ আরপিএম গতিতে ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হবে।