Motorola Edge 30 Pro শক্তিশালী Snapdragon 8 Gen 1 চিপ সহ আসছে, দেখা গেল Geekbench-এ

এই মাসের শুরুর দিকে মোটোরোলা, কোয়ালকমের পরবর্তী প্রজন্মের (৫জি) প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে Motorola Edge X30 ফ্ল্যাগশিপ ফোনটির ওপর থেকে পর্দা সরায়। এই স্মার্টফোন লঞ্চের কিছুদিন পরই সংস্থার তরফে ঘোষণা করা হয়, একই স্পেসিফিকেশন সহ একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ভ্যারিয়েন্ট শীঘ্রই বাজারে পা রাখবে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে এই ফোনের নাম Motorola Edge 30 Pro। সংস্থার তরফে যদিও এই ফোনের অস্তিত্ব সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে এখন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উল্লেখিত ফোনটিকে খুঁজে পাওয়া গেছে। সাইটের লিস্টিং থেকে এই ফোনের সম্বন্ধে বেশকিছু তথ্য প্রকাশে এসেছে।

Motorola Edge 30 Pro কে দেখা গেল Geekbench- এর সাইটে

মোটোরোলা এজ ৩০ প্রো ফোনটি গিকবেঞ্চ সাইটে তালিকাভুক্ত হয়েছে। এখানে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১,১৭২ ও মাল্টি কোর টেস্টে ৩,৩০২ স্কোর করেছে।সাইটের লিস্টিং থেকে জানা গেছেড় এই ফোনে একটি অক্টা কোর প্রসেসর থাকবে। প্রসেসরটির চারটি সিপিইউ কোর ১.৭৯ গিগাহার্টজে রান করে, তিনটি সিপিইউ কোর রান করে ২.৫০ গিগাহার্টজে ও বাকি একটি সিপিইউ কোরের ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ। এ থেকেই অনুমান করা হচ্ছে যে, প্রসেসরটি হল কোয়ালকমের লেটেস্ট ৫জি প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১।

এছাড়াও গিকবেঞ্চ লিস্টিং সামনে এসেছে, Motorola Edge 30 Pro ফোনটি ১২ জিবি র‍্যাম সহ বাজারে আসতে পারে এবং ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে।

Motorola edge 30 pro

উল্লেখ্য, Motorola Edge 30 Pro ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ হওয়ার পর বাজারে বিদ্যমান অন্যান্য সংস্থার ফ্ল্যাগশিপ সিরিজের ‘Pro’ মডেল যেমন – Xiaomi 12 Pro, OnePlus 10 Pro (আসছে) ও Realme GT 2 Pro (আসন্ন)- ফোনগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এই ফোনে থাকতে পারে কিউএইচডি+ ডিসপ্লে ও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট। সম্ভবত আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই আত্মপ্রকাশ করতে পারে Motorola Edge 30 Pro।

Motorola Moto Edge X30 ফোনের কথা যদি বলি, এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ ফোনটি এসেছে। ফোনটি ৮ জিবি/ ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ১২৮ জিবি ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে। Motorola Moto Edge X30 রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউআই ৩.০ (My UI 3.0) কাস্টম স্কিনে। এই ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর+ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর + ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য
Motorola Moto Edge X30 ফোনে দেওয়া হয়েছে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।