iPhone ব্যবহারকারীদের জন্য দারুণ খবর, ছোট্ট কৌশলে ব্যাটারির আয়ু দ্বিগুণ করল Apple

Avatar

Updated on:

Apple estimated battery lifespan increases iphone 15 series

iPhone 15 ইউজারদের জন্য সুখবর। অ্যাপল (Apple) গত সেপ্টেম্বরে নতুন আইফোন লঞ্চ করেছে। আর এখন, নতুন লাইনআপটির ব্যাটারির লাইফস্প্যান বাড়ানোর ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। যা এখন ১,০০০টি সম্পূর্ণ চার্জ সাইকেলে তার আসল ক্ষমতার ৮০% ধরে রাখবে। এর আগে কোম্পানি জানিয়েছিল ৫০০টি সম্পূর্ণ চার্জ চক্র পর্যন্ত নতুন আইফোনের ব্যাটারির মূল ক্ষমতার ৮০% বজায় থাকবে। অর্থাৎ, ব্যাটারির আয়ু প্রায় দ্বিগুণ বলে নিশ্চিত করা হয়েছে।

অ্যাপলের কম্পোনেন্ট এবং পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে ইমপ্রুভমেন্ট ব্যাটারির জীবনকাল বৃদ্ধিতে সাহায্য করেছে। সংস্থার দাবি, এটি অনেক পরীক্ষার মধ্য দিয়ে গেছে, যার মধ্যে রি-এস্টিমেশনের জন্য নির্দিষ্ট প্যারামিটারের অধীনে ১,০০০ বার ব্যাটারি চার্জ করা এবং ডিসচার্জ করা হয়েছে। এর অর্থ হল, আইফোন ১৫ মডেলটি ইউজারের প্রত্যাশার চেয়ে দীর্ঘস্থায়ী হবে এবং তাদের আরও ভাল এক্সপেরিয়েন্স অফার করবে। তবে, অন্যান্য আইফোনের ব্যাটারির আয়ুষ্কাল তাদের আসল ক্ষমতার ৮০% ধরে রাখতে পারবে ৫০০ চার্জ সাইকেলে।

অ্যাপল সম্প্রতি আইওএস ১৭ (iOS 17) আপডেটের সাথে ব্যাটারি স্বাস্থ্যের উন্নতির জন্য একাধিক ফিচার লঞ্চ করেছে। আইওএস ১৭ আপডেট ব্যবহারকারীদের চার্জিং ৮০% পর্যন্ত সীমাবদ্ধ করতে দেয়, যা ব্যাটারির আয়ু বাড়াবে। ইতিমধ্যেই, অ্যাপল পাবলিক বিটা আপডেট ইউজারদের কাছে আইওএস ১৭.৪ বিটা ৪ আপডেট রোল আউট করা শুরু করেছে।

নতুন সফটওয়্যার আপডেটটি ব্যাটারি বিভাগের উন্নতি করেছে, যা আইফোনের ব্যাটারি হেল্থ স্ট্যাটাস পরীক্ষা করা সহজ করে তোলে। ব্যাটারি সেকশনটি উল্লেখ করবে যে ব্যাটারি স্বাস্থ্য স্বাভাবিক নাকি, পরিষেবার প্রয়োজন রয়েছে।

সঙ্গে থাকুন ➥