iPhone 15 series: লক্ষ লক্ষ Android ফোন ব্যবহারকারী এই কারণে কিনবে Apple এর নতুন ফোন, কোন‌ কারণ জানুন

Avatar

Published on:

iPhone 15 Series USB-C Charging Support

আজ ভারতীয় সময় সাড়ে দশটা থেকে অনুষ্ঠিত Apple Wonderlust ইভেন্টে লঞ্চ হতে চলেছে iPhone 15 series। নয়া এই সিরিজের জন্য অপেক্ষা করছে অ্যাপল প্রোডাক্ট প্রেমীরা। এছাড়া অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাও অনেকে এবার iPhone 15 সিরিজের ফোনগুলি কেনার কথা ভাবছে। নতুন একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা নেবেন iPhone 15 সিরিজ

সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে উঠে এসেছে যে, অ্যাপলের নতুন আইফোন সিরিজ (Apple iPhone 15 series) ইউএসবি সি চার্জিং সাপোর্ট সহ আসায় অনেক অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপল আইফোনে স্যুইচ করতে পারেন।

উল্লেখ্য, নতুন অ্যাপল আইফোন সিরিজের (Apple iPhone 15 series) অধীনে চারটি মডেল আসবে – iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max। আর এই চারটি মডেলেই ইউএসবি সি চার্জিং পোর্ট দেওয়া হবে।

USB C চার্জিং পোর্ট সহ আসবে Apple iPhone 15 সিরিজ

ইউরোপীয়ান ইউনিয়ন ইতিমধ্যেই ঘোষণা করেছে সমস্ত ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ইউএসবি সি চার্জিং পোর্ট থাকতে হবে, অর্থাৎ একটি চার্জার দিয়েই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস চার্জ করা যাবে। যারপর একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল আজ লঞ্চ হতে চলা আইফোন ১৫ সিরিজ ইউএসবি টাইপ সি পোর্টের সাথে আনবে।

সঙ্গে থাকুন ➥