আপনার স্মার্টফোনে 5G সাপোর্ট মিলবে কি? চেক করুন এভাবে

Avatar

Published on:

Check Your Smartphone supports 5G or not

গত ৫ই অক্টোবর অর্থাৎ মাত্র এক সপ্তাহ আগেই কলকাতা, দিল্লি, মুম্বই এবং বারাণসীর মত শহরগুলিতে ‘True 5G’ নেটওয়ার্কের বিটা পরীক্ষা শুরু করেছে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio। অন্যদিকে দেশের অন্যতম প্রধান নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার Bharti Airtel-ও আনুষ্ঠানিকভাবে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মত নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকদের হাইস্পিড Airtel 5G Plus পরিষেবা ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এই বছরের শেষ নাগাদ, দুটি সংস্থাই 5G পরিষেবা প্রসারিত করবে বলে নিশ্চিত করেছে। এক্ষেত্রে Jio, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্যান-ইন্ডিয়া 5G কভারেজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে, যেখানে Airtel জানিয়েছে যে দেশের সমস্ত প্রধান অংশে 5G নেটওয়ার্ক স্থাপনের জন্য তারা মার্চ ২০২৪ পর্যন্ত সময় নেবে। সবমিলিয়ে আপাতত এই দুই সংস্থার গ্রাহকরা বিদ্যমান ট্যারিফ প্ল্যান এবং সিম কার্ডেই নতুন পরিষেবা পাবেন; মানে তাদের দুরন্ত গতির নেটওয়ার্ক কভারেজ পেতে আলাদা করে রিচার্জ করতে হবেনা কিংবা নতুন সিম কার্ডও নেওয়ার প্রয়োজন হবেনা।

সেক্ষেত্রে আপনি যদি টেলিকম অপারেটর নির্বাচিত শহরগুলিতে বাস করেন এবং আপনার কাছে একটি ৫জি সাপোর্টেড ফোন থাকে, তাহলেই যে আপনি এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা পাবেন তা কিন্তু নয়! কারণ আপনার ৫জি ফোনে নেটওয়ার্কের সিগন্যাল পাওয়ার জন্য নির্দিষ্ট ব্যান্ড থাকতে হবে। এমত পরিস্থিতিতে আপনার ৫জি ফোনটিতে আদৌ পরিষেবা মিলবে কীনা তা যদি আপনি না জানেন, তাহলে কিছু সহজ উপায় অনুসরণ করে আপনি সহজেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। কী সেই উপায়? আসুন জেনে নিই।

আপনার অ্যান্ড্রয়েড ফোন 5G সমর্থন করে কীনা চেক করুন এভাবে

১. স্মার্টফোনের সেটিংস (Settings) অ্যাপ খুলুন।

২. স্ক্রল করে ‘ওয়াই-ফাই অ্যান্ড নেটওয়ার্ক’ (Wi-Fi & Network) অপশন বেছে নিন।

৩. ‘সিম অ্যান্ড নেটওয়ার্ক’ (Sim & Network) বিকল্পে যান এবং এখান থেকে ‘প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ’ (Preferred Network Type)-এ ক্লিক করুন। এতে আপনি একটি তালিকা দেখতে সক্ষম হবেন।

৪. এবার যদি আপনার স্মার্টফোনটি ৫জি কানেক্টিভিটি সমর্থন করে, তাহলে আপনি অন্যান্য নেটওয়ার্ক বিকল্পগুলির ঠিক পাশে তার অপশন দেখতে পাবেন। যেমন – 2G/3G/4G/5G৷

আপনার iPhone-এ 5G নেটওয়ার্ক সাপোর্ট আছে কীনা চেক করুন এভাবে

iPhone 12 থেকে শুরু করে পরবর্তী সমস্ত iPhone মডেল 5G সাপোর্ট দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় হল এই বহুমূল্য হ্যান্ডসেটগুলির ইউজাররা এখনই এই পরিষেবা উপভোগ করতে পারবেননা। পরিষেবাটি ব্যবহার করতে আপনাদের Apple-এর সফ্টওয়্যার আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

সঙ্গে থাকুন ➥