6000 টাকা পর্যন্ত ছাড়, 200 মেগাপিক্সেল ক্যামেরার Honor 90 5G সবচেয়ে কম দামে

Avatar

Published on:

Honor 90 5G Price Cut India

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। নতুন বছরের সাথেই শুরু হয়ে যায় পরিবার,পরিজন তথা বন্ধু-বান্ধবদের সাথে পিকনিকের আয়োজন। আর এমন অনেক মানুষই আছেন যারা এই আনন্দ অনুষ্ঠানের মূল্যবান স্মৃতিগুলি দীর্ঘদিন স্মৃতির মনিকোঠায় ধরে রাখতে চান। এই স্মৃতিগুলি ধরে রাখার অন্যতম উপায় হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্ত গুলিকে ছবির মাধ্যমে ক্যাপচার করা, যার জন্য প্রয়োজন একটি উন্নত মানের ক্যামেরা বা ক্যামেরা ফোন। আর যারা এই সময় উন্নতমানের ক্যামেরা সহ একটি নতুন ফোন কিনতে চান তাদের জন্যও Honor নিয়ে এসেছে এক বিশেষ অফার। এই অফারে Honor 90 5G স্মার্টফোন অনেক কম দামে কেনা যাবে। প্রসঙ্গত, এই অফার চলবে, ৫ই জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত।

Honor 90 5G স্মার্টফোনের সাথে পাওয়া অফার

এখন অ্যামাজনে অনরের এই স্মার্টফোনের সাথে দেওয়া হচ্ছে ৩০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। এছাড়াও আইসিআইসিআই, এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ৩,০০০ টাকা ছাড়। আবার ক্রেতারা পুরনো ফোনের বিনিময়ে ৫,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পেতে পারেন। সাথে ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও উপলব্ধ।

এই অফারগুলির পরে অনর ৯০ ৫জি ডিভাইসটির ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়। পাশাপাশি এর ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন ৩১,৯৯৯ টাকায়। এই ডিভাইসটি এখন ডায়মন্ড সিলভার এবং মিডনাইট ব্ল্যাক এবং পান্না গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।

Honor 90 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Honor 90 5G এর সামনে আছে ৬.৭ ইঞ্চির ১.৫কে কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১৬০০ নিটস ব্রাইটনেস অফার করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলেও চোখে ক্লান্তি বা কোনো সমস্যার সৃষ্টি হবে না। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর।

ফটোগ্রাফির অভিজ্ঞতা সুন্দর করার জন্য ডিভাইসের পিছনের প্যানেলে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সরও উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটি ম্যাজিক ওএস ৭.১ কাস্টমস স্কিনে রান করে। উল্লেখ্য এই ডিভাইসটিতে একাধিক এই আই ফিচারও ব্যবহার করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥