itel Power 450: ফুল চার্জে চলবে ২০ দিন, ১৫০০ টাকার কমে আইটেল আনল দুর্দান্ত ফিচার ফোন

Avatar

Published on:

Itel power 450 feature phone Launched in india with type c charging price specifications

itel Power 450 কীপ্যাড ফিচার ফোন আজ ভারতে লঞ্চ হল। ইউএসবি সি সাপোর্ট যুক্ত এই ফোনের দাম রাখা হয়েছে ১,৫০০ টাকার কম। স্পেসিফিকেশনের কথা বললে, এতে পাওয়া যাবে ২,৫০০ এমএএইচ ব্যাটারি ও ২.৫ ইঞ্চি ডিসপ্লে। আবার এতে টর্চ, রিয়ার ডিজিটাল ক্যামেরা ও ওয়্যারলেস এফএম সহ আরও অনেক ফিচার উপস্থিত। আসুন itel Power 450 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

itel Power 450 Price in India (আইটেল পাওয়ার ৪৫০ এর দাম)

আইটেল পাওয়ার ৪৫০ ফিচার ফোনের মূল্য ধার্য করা হয়েছে ১,৪৪৯ টাকা। এটি ডিপ ব্লু, ডার্ক গ্রে ও লাইট গ্রীন কালারে পাওয়া যাবে। অফলাইন ও অনলাইন মার্কেট থেকে আইটেল পাওয়ার ৪৫০ কেনা যাবে।

itel Power 450 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইটেল পাওয়ার ৪৫০ ফিচার ফোনে ২,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ দিন স্ট্যান্ডবাই টাইম ও ২০ ঘন্টা টকটাইম অফার করবে। এতে ২.৫ ইঞ্চি কিউভিজিএ (৩২০ x ২৪০ পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক এমটিকে৬২৬১ডি প্রসেসর ও ৮ এমবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ রয়েছে।

itel Power 450 ফোনটি ১৩.৪মিমি পুরু এবং এটি ডিজিটাল রিয়ার ক্যামেরা, টর্চ, কিং ভয়েস স্পিস টু টেক্সট অ্যাপ, ওয়্যারলেস এফএম, ৩.৫মিমি অডিও জ্যাক সহ এসেছে।

এই ফোনে নয়টি ভাষা পাওয়া যাবে – ইংরেজি, হিন্দি, গুজরাট, তামিল, তেলেগু, বাংলা, কন্নড়, মালায়ালম ও পাঞ্জাবি। আবার এতে টি৯ কীপ্যাড দেখা যাবে।

সঙ্গে থাকুন ➥