HomeMobilesদুবছরের পুরানো Mi 10 সিরিজে আসবে চমৎকার MIUI 14 আপডেট

দুবছরের পুরানো Mi 10 সিরিজে আসবে চমৎকার MIUI 14 আপডেট

Mi 10 সিরিজের অধীনে পাঁচটি ফোন বাজারে এসেছিল, যেগুলি হল - Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite, Mi 10 Lite Zoom, Mi 10 Ultra

গত সপ্তাহেই Xiaomi 13 সিরিজের সাথে লঞ্চ হওয়ার কথা ছিল MIUI 14 কাস্টম রম এর। যদিও লঞ্চ ইভেন্টটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং নতুন তারিখ এখনও সামনে আসেনি। তবে আসন্ন প্রোডাক্টগুলি সম্পর্কে তথ্য প্রকাশ হওয়ার ক্ষেত্রে কোনো বিরাম দেখা যাচ্ছে না। কোম্পানির একজন এক্সিকিউটিভ সম্প্রতি জানিয়েছেন যে, MIUI 14 পুরানো কিছু ফোনেও সাপোর্ট করবে।

আজ্ঞে হ্যাঁ! শাওমির সিস্টেম সফটওয়্যার ডিপার্টমেন্টের ডিরেক্টর আজ নিশ্চিত করেছেন যে, Mi 10 সিরিজের ফোনে MIUI 14 আপডেট আসবে। তিনি একটি উইবো পোস্টের কমেন্টে এই তথ্য দিয়েছেন। যদিও তিনি এই সিরিজের নির্দিষ্ট কোনো ফোনের কথা উল্লেখ করেননি।

উল্লেখ্য, Mi 10 সিরিজের অধীনে পাঁচটি ফোন বাজারে এসেছিল, যেগুলি হল – Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite, Mi 10 Lite Zoom, Mi 10 Ultra। এই সিরিজের ফোনগুলি ২০২০ সালে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছিল। এরমধ্যে Mi 10 Ultra মডেলে ছিল MIUI 12, আর বাকি মডেলগুলি MIUI 11 সহ এসেছিল।

এরপর এমআই ১০ সিরিজের ফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ ও অ্যান্ড্রয়েড ১২ আপডেট পায়। পাশাপাশি একাধিক এমআইইউআই আপডেট আসে, যারমধ্যে রয়েছে MIUI 12.5, MIUI 12.5 Enhanced Edition ও MIUI 13।

RELATED ARTICLES

Most Popular