Samsung Galaxy Z Flip 4 কে টেক্কা দিতে বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Moto Razr 2022, ফাঁস হল দাম

Avatar

Published on:

Moto Razr 2022 Price in Europe Global Market leak

গত অগাস্ট মাসে Motorola তাদের Moto Razr 2022 স্মার্টফোনটি চীনের বাজারে উন্মোচন করেছিল। এই ক্লামশেল ডিজাইনের স্মার্টফোনটিতে ফোল্ডেবল ডিসপ্লে উপস্থিত। উল্লেখযোগ্যভাবে, পূর্ববর্তী Razr মডেলগুলি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ সিরিজের চিপসেটের সাথে এসেছিল, তবে এই Moto Razr 2022 হল একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, যাতে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এই নতুন রজার ফোনে ১৪৪ হার্টজের P-OLED ফোল্ডেবল ডিসপ্লে, একটি সেকেন্ডারি স্ক্রিন, দুটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই হ্যান্ডসেটটির মূল্য ধার্য করা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,৯০০ টাকা)। চলতি মাসের শুরুতে শোনা গিয়েছিল খুব শীঘ্রই বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে হ্যান্ডসেটটি। এখন আবার এক টিপস্টার এই হ্যান্ডসেটটির ইউরোপীয় বাজারে কত দামে রাখা হতে পারে, তা জানিয়েছে।

জনপ্রিয় টিপস্টার রোল্যান্ড কোয়ান্ট দাবি করেছে, বিশ্ববাজারে মোটো রজার ২০২২-এর দাম শুরু হতে পারে ১২০০ ইউরো (প্রায় ৯৬,২০০ টাকা)। যদিও এটি কোন ভ্যারিয়েন্টের দাম তা টিপস্টার বলেননি। উল্লেখ্য, চীনে মোটো রজার ২০২২ আপাতত তিনটে স্টোরেজ ভ্যারিয়েন্টে উপস্থিত – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ।

মনে করা হচ্ছে মোটো রজার ২০২২ হ্যান্ডসেটটি বিশ্ববাজারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে। জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর ধার্যমূল্য ১১০০ ইউরো (প্রায় ৮৮,২০০ টাকা), যা মোটো রজারের থেকে কম।

Moto Razr 2022-এর স্পেসিফিকেশন এবং ফিচার

মোটো রজার ২০২২-এ রয়েছে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল পি-ওলেড স্ক্রিন। এই ডিসপ্লেটি ফুল এইচডি+ রেজোলিউশন, ২০ : ৯ আসপেক্ট রেশিও এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি ২.৭ ইঞ্চির জি-ওলেড ডিসপ্লে রয়েছে। মোটো রেজার ২০২২ হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Razr 2022-তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফটোগ্রাফির জন্য ডিভাইসটির ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Razr 2022 হ্যান্ডসেটটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৩,৫০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। সিকিউরিটির জন্য ডিভাইসটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক My UX কাস্টম স্কিন দ্বারা চালিত।

সঙ্গে থাকুন ➥