Moto G04s চুপিসারে লঞ্চ হয়ে গেল, 50MP ক্যামেরা সহ রয়েছে বড় 5000mah ব্যাটারি

Avatar

Published on:

Moto G04s Launched in Germany

লেনোভোর অধীনস্থ জনপ্রিয় ব্র্যান্ড, মোটোরোলা আজ চুপিসারে Moto G04s নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ডিজাইন এবং স্পেসিফিকেশনের দিক থেকে এটি এই বছরের শুরুতে রিলিজ হওয়া Moto G04 ফোনটিরই অনুরূপ। তবে মেজর আপগ্রেডের সঙ্গে এসেছে। Moto G04s আইপিএস এলসিডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, Unisoc T606 প্রসেসর এবং 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে।

Moto G04s-এর স্পেসিফিকেশন এবং ফিচার

মোটো জি04এস-এ 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা 720 x 1,612 পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট, 269 পিপিআই পিক্সেল ডেনসিটি, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং প্রায় 85 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই স্ক্রিনটি গরিলা গ্লাস 3 দ্বারা সুরিক্ষিত। ফোনটির ওজন 178 গ্রাম।

ফটোগ্রাফির জন্য, মোটো জি04এস-এর পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ডিসপ্লের ওপরের পাঞ্চ-হোলে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। উভয় ক্যামেরাই 30 ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ফুলএইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, Moto G04s-এ রয়েছে Unisoc T606 প্রসেসর এবং ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য, Moto G04s-এ মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে এবং 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামও সাপোর্ট করে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto G04s-এ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তবে, ডিভাইসের রিটেইল বক্সে একটি 10 ওয়াটের চার্জার পাওয়া যাবে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, ডুয়েল সিম সাপোর্ট, 4G ভিওএলটিই, ওয়াই-ফাই 802.11এসি, ব্লুটুথ 5.0, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (বাজার নির্ভর), জিপিএস, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ সিঙ্গেল স্পিকার এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক৷ Moto G04s চারটি শেডে পাওয়া যাবে – কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, সাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ। অবশ্য দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি মোটোরোলা।

সংক্ষেপে বলতে গেলে, নতুন Moto G04s স্ট্যান্ডার্ড Moto G04-এর মতোই। তবে একমাত্র পার্থক্য রয়েছে ক্যামেরা বিভাগে। G04s-এ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকলেও, G04-এ একটি লো-রেজোলিউশন 16 মেগাপিক্সেলের ক্যামেরা বিদ্যমান।

সঙ্গে থাকুন ➥