14000 কর্মী ছাঁটাইয়ের পথে Nokia, দুশ্চিন্তা বাড়াচ্ছে টেক ইন্ডাস্ট্রি

Avatar

Published on:

Nokia Cut Employees

টেক ইন্ডাস্ট্রিতে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত। এবার ফিনল্যান্ডের জনপ্রিয় সংস্থা Nokia ১৪০০০ কর্মী ছাঁটাই করল। প্রসঙ্গত, সম্প্রতি সংস্থাটি তাদের তৃতীয় কোয়ার্টারের ফলাফল প্রকাশ করে, যেখানে দেখা যায় যে, উল্লেখিত সময়ে ২০ শতাংশ 5G উপকরণের বিক্রি কমেছে। এরপরই Nokia-র তরফে কর্মী ছাঁটাইয়ের সিধান্ত নেওয়া হয়।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা ২০২৬ সাল পর্যন্ত ৮০০ মিলিয়ন থেকে ১.২ বিলিয়ন ইউরো বাঁচাতে চায়। কারণ উত্তর আমেরিকা সহ বিশ্ব বাজারে তাদের ব্যবসা অনেকটাই কমেছে। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত Nokia-র মোট কর্মী সংখ্যা ছিল ৮৬,০০০। তবে খরচ কমাতে ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের পর সংস্থার এখন কর্মী সংখ্যা কমে দাঁড়াবে ৭২,০০০।

তৃতীয় কোয়ার্টারে আয় কমলো Nokia-র

উল্লেখ্য, গতবছরের তৃতীয় কোয়ার্টারে Nokia-র আয় হয়েছিল ৬.২৪ বিলিয়ন ইউরো। তবে এবছর তা কমে দাঁড়ায় ৪.৯৮ বিলিয়ন ইউরোতে। যেখানে সংস্থার তরফে আশা করা হচ্ছিল যে, চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে আয় ৫.৬৭ বিলিয়ন ইউরো হবে। তবে তা না হওয়ায় সংস্থাটি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো।

জানিয়ে রাখি যে, Nokia তাদের স্মার্টফোনের ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়েছে HMD Global কে। সংস্থাটি এখন টেলিকম ব্যবসায় মনোনিবেশ করেছে এবং ইতিমধ্যেই ভারত সহ একাধিক দেশের টেলিকম অপারেটরদের সাথে হাত মিলিয়েছে।

সঙ্গে থাকুন ➥