লঞ্চের পর প্রথমবার সবচেয়ে কম দামে OnePlus 12, অসাধারণ ক্যামেরা সহ পাবেন লা-জবাব ফিচার

Avatar

Published on:

OnePlus 12 Discount Offer

জনপ্রিয় অনলাইন শপিং পোর্টাল Flipkart তাদের ক্রেতাদের জন্য নিয়ে এলো একটি বিশেষ ডিল! যার লাভ ওঠাতে পারলে মাত্র দু’মাস পুরোনো একটি ‘বেস্ট সেলিং’ ফ্ল্যাগশিপ মোবাইল বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করে কিনে নেওয়া যাবে। আসলে গত 23 জানুয়ারী মাসে আত্মপ্রকাশ করা OnePlus 12 মডেলটি এই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে প্রায় 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। সাথে ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা পেয়ে যাবেন আপনারা। জানিয়ে রাখি এদেশে মুক্তি পাওয়ার পর থেকে এই প্রথমবার OnePlus 12 ফ্লাগশিপ ফোনের সাথে এরকম কোনো ডিল অফার করা হচ্ছে।

ফ্লিপকার্ট থেকে সস্তায় কিনুন OnePlus 12 স্মার্টফোন

গত জানুয়ারি মাসে ওয়ানপ্লাস 12 স্মার্টফোন মোট দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছিল। যার মধ্যে 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয় 64,999 টাকা। অন্যদিকে 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড বিকল্প 69,999 টাকায় বিক্রি করা হচ্ছিলো। এটি – ফ্লোয় এমারেল্ড এবং সিল্কি ব্ল্যাক কালারে এসেছে।

তবে এখন উক্ত মডেলটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে কিনলে আকর্ষণীয় ডিসকাউন্ট মিলবে। এক্ষেত্রে অনলাইন শপিং সাইটটিতে সিল্কি ব্ল্যাক কালারের সাথে আসা 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে 63,100 টাকায় পাওয়া যাচ্ছে। আবার ফ্লোয় এমারেল্ড রঙের এই একই স্টোরেজ অপশনের সাথে 999 টাকার ছাড় দেওয়া হচ্ছে। যারপর এর দাম কমে 64,000 টাকা হয়েছে।

অন্যদিকে, সিল্কি ব্ল্যাক এবং ফ্লোয় এমারেল্ড কালার ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ উচ্চতর 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ বিকল্পটি ডিসকাউন্ট সহ যথাক্রমে 68,247 টাকা ও 69,300 টাকায় বিক্রি করা হচ্ছে।

প্রসঙ্গত যেসকল ক্রেতারা HSBC এবং Citi ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করবেন তাদের অতিরিক্তভাবে আরো 10% ছাড় দেওয়া হবে। একই ভাবে ICICI ব্যাঙ্ক ও RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের করলেও 10% ডিসকাউন্ট মিলবে।

OnePlus 12 স্মার্টফোনের স্পেসিফিকেশন

OnePlus 12 ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ 6.82-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস প্রোএক্সডিআর অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – 1 থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস, 100% ডিসিআই-পি৩, 10-বিট কালার ডেপথ, ডলবি ভিশন এবং এইচডিআর10+ প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দ্বারা ডেভেলপ করা পি1 ডিসপ্লে চিপ থাকছে এই হ্যান্ডসেটে, যা পাওয়ার খরচ কমানোর পাশাপাশি ছবির গুণমানও উন্নত করবে।

এদিকে এই ডিসপ্লের উপরিভাগে 32 মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এগুলি হল – ওআইএস সমর্থিত 50 মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর + 3এক্স অপটিক্যাল জুম ও 120এক্স পর্যন্ত ডিজিটাল জুম সহ 64 মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স + 48 মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড শুটার।

OnePlus 12 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং অ্যাড্রনো 750 জিপিইউ ব্যবহার করা হয়েছে। উন্নত গেমিং পারফরম্যান্স প্রদানের জন্য এক্স৭ ভিজ্যুয়াল প্রসেসর সমন্বিত থাকছে। স্টোরেজ হিসাবে 16 জিবি LPDDR5X র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.0 রম পাওয়া যাবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস 14 কাস্টম স্কিনে রান করে।

তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে ডুয়েল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 7 892.11 বি/এএক্স/এসি, ব্লুটুথ 5.4, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডো এবং ইউএসবি 2.0 পোর্ট অন্তর্ভুক্ত। ফোনটির সাথে – ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। OnePlus 12 শক্তিশালী 5,400 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা 80 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥