ফোন হ‌্যাক হওয়ার ভয় থাকলো না, OnePlus Nord CE 2 ফোনে এল চমৎকার আপডেট

Avatar

Published on:

OnePlus Nord CE 2 New Update roll out

OnePlus Nord CE 2 গত ফেব্রুয়ারিতে বাজারে এসেছিল। এই ফোনটির জন্য নতুন আপডেট রোলআউট করল সংস্থা, যার ভার্সন নম্বর OxygenOS 13 F.53। উল্লেখ্য, লঞ্চের সময় ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম স্কিন সহ এসেছিল। এরপর এতে অ্যান্ড্রয়েড ১৩ আপডেটও এসেছে।

OnePlus Nord CE 2 ফোনে এল নতুন OxygenOS আপডেট

নতুন এই আপডেটে ওয়ানপ্লাস নর্ড সিই ২ ফোনের বিভিন্ন সমস্যা ঠিক করা হয়েছে। পাশাপাশি এর সিস্টেম আরও শক্তিশালী হবে। কারণ এই আপডেটের সাথে মার্চ ২০২৪ এর সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, নতুন আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস নর্ড সিই ২ ডিভাইসের দুটি বড় সমস্যা ঠিক করা হয়েছে। এরমধ্যে একটি হল দূর থেকে বিভিন্ন ম্যালওয়্যার যুক্ত অ্যাপের মাধ্যমে ফোনে কোড পাঠানো, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে।

এছাড়া এই আপডেটের মাধ্যমে OnePlus Nord CE 2 ফোনের স্মার্ট সাইডবার থেকে ব্যাকগ্রাউন্ড স্ট্রিমিং ফিচার সরানো হয়েছে। এটি ছিল অক্সিজেনওএস এর একটি গুরুত্বপূর্ণ ফিচার, যেটি কোনো অ্যাপ মিনিমাইজ করলেও ভিডিও চলার অনুমতি দেয়। তবে এটি YouTube এর নিয়ম লঙ্ঘন করায় OnePlus ফিচারটি সরিয়ে দিচ্ছে।

সঙ্গে থাকুন ➥