108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে OnePlus Nord N30 5G 2023 এর মেগা এন্ট্রি ঘটছে, প্রকাশ্যে এল ডিজাইন

Avatar

Published on:

OnePlus Nord N30 5G 2023 design render

OnePlus খুব শীঘ্রই মার্কিন বাজারে Nord-সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। আপকামিং ডিভাইসটিকে সম্ভবত OnePlus Nord N30 5G 2023 নামে বাজারে আনা হবে। যদিও সংস্থার তরফ থেকে এই সম্পর্কিত কোনো অফিসিয়াল ঘোষণা এখনো করা হয়নি। তবে আজ উক্ত মডেলের ডিজাইন রেন্ডার ফাঁস হয়েছে। যার দৌলতে লঞ্চের আগেই আমরা OnePlus Nord N30 5G 2023 স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে ধারণা পেয়েছি।

OnePlus Nord N30 5G 2023 স্মার্টফোনের ডিজাইন রেন্ডার সামনে এল

সম্প্রতি আসন্ন ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি ২০২৩ স্মার্টফোনটিকে গুগল প্লে (Google Play) কনসোলে তালিকাভুক্ত হতে দেখা গিয়েছিল। জানা যায় আসন্ন মডেলটি ভারত সহ অন্যান্য আঞ্চলিক বাজারে বিদ্যমান OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। আজ সামনে আসা ডিজাইন রেন্ডারও প্রমাণ দিয়েছে যে, আসন্ন ডিভাইসটি প্রকৃতপক্ষেই নতুন নামের সাথে আসা পুরানো OnePlus Nord CE 3 Lite।

ছবিগুলিতে আপকামিং OnePlus Nord N30 5G 2023 স্মার্টফোনকে বিদ্যমান মডেলটির অনুরূপ উজ্জ্বল লাইম কালার ভ্যারিয়েন্টে দেখতে পেয়েছি আমরা। এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ লাইট সহ দুটি বড় বৃত্তাকার মডিউলও রয়েছে, যাতে অবস্থান করবে ট্রিপল ক্যামেরা ইউনিট।

স্পেসিফিকেশনের কথা বললে, আসন্ন ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি ২০২৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম সহ আসবে। ডিভাইসের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার প্রাইমারি সেন্সরটি ১০৮ মেগাপিক্সেলের হবে। এক্ষেত্রে যেহেতু এটি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট মডেলটির রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসতে পারে, সেহেতু আলোচ্য ফোনটির সহায়ক ক্যামেরা দুটি – ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার হবে বলে আমাদের অনুমান। আর ডিভাইসের সামনে সম্ভবত ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। নর্ড-সিরিজের এই আসন্ন হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ওএস দ্বারা চালিত হবে এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে অফার করবে।

আপাতত আসন্ন ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি ২০২৩ স্মার্টফোন সম্পর্কে আমরা এটুকুই জানতে পেরেছি। আশা করছি লঞ্চের তারিখ ঘনিয়ে এলে ডিভাইসটির সম্পর্কে আরও নতুন তথ্য সামনে আসবে।

সঙ্গে থাকুন ➥