Xiaomi 12S Ultra-র আদলে নয়া ফোন আনছে Oppo, ক্যামেরার কামাল তাক লাগিয়ে দেবে

Avatar

Published on:

Oppo Find X6 Pro launch with Xiaomi 12S Ultra like design

২০২২ সাল যত শেষের দিকে এগোচ্ছে, ততই চীনের শীর্ষস্থানীয় অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM)-গুলি নতুন চিপসেট এবং ক্যামেরা হার্ডওয়্যার সমন্বিত পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করতে শুরু করেছে৷ ভিভো ইতিমধ্যেই Vivo X90 সিরিজের প্রিমিয়াম হ্যান্ডসেটগুলি বাজারে উন্মোচন করেছে, যেখানে শাওমি শীঘ্রই তাদের Xiaomi 13 (বা Xiaomi 14) লাইনআপটি বাজারে আনবে বলে জানা গেছে৷ আবার শোনা যাচ্ছে, প্রখ্যাত টেক ব্র্যান্ড ওপ্পোও তাদের Find X6 সিরিজের ওপর বর্তমানে কাজ করছে। যদিও, এর লঞ্চের টাইমলাইন সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Oppo Find X6 লাইনআপের Pro মডেলটি পূর্বসূরির তুলনায় পরিবর্তিত ডিজাইনের সাথে আসবে। চলুন এসম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Oppo Find X6 Pro-এর ক্যামেরা মডিউলের ডিজাইনে আসবে বড় বদল

রিপোর্ট অনুসারে, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এ সংস্থার ঐতিহ্যবাহী সিঙ্গেল-পিস ক্যামেরা আইল্যান্ডের ডিজাইনটি দেখা যাবে না। শুধু তাই নয়, এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, এই পরবর্তী প্রজন্মের ফাইন্ড সিরিজের হ্যান্ডসেটটি শাওমি ১২এস আল্ট্রা-সদৃশ ক্যামেরা আইল্যান্ডের সাথে আসবে, যা হল মূলত সমস্ত ক্যামেরা সেন্সরগুলিকে একত্রে ধারণ করা একটি বড় বৃত্তাকার মডিউল।

প্রসঙ্গত, এই ডিজাইনের সাথে একটি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর সহ, ক্যামেরা আইল্যান্ডটি রিয়ার প্যানেলের বাকি অংশ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত প্রসারিত হবে বলে জানা গেছে। জনপ্রিয় ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি জানিয়েছেন যে, সিরামিক রিয়ার সহ এই “ইঞ্জিনিয়ারিং স্যাম্পল”-এর ক্যামেরা বাম্প ছাড়াই প্রায় ৯.৪ মিলিমিটার পুরু হবে। অন্যদিকে, লেদার ভার্সন ৯.৫ মিলিমিটার মোটা হবে। ফলে মনে করা হচ্ছে যে, ডিভাইসটির সবচেয়ে স্থূল অংশ সম্ভবত ১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

অনুমান, ডিভাইসটি এখনও একটি ইঞ্জিনিয়ারিং নমুনা এবং এটিই এর চূড়ান্ত ডিজাইন নয়। তাই এটা সম্ভব যে, ওপ্পো পাতলা করার জন্য জন্য নকশায় কিছু পরিবর্তন করতে পারে। ডিজাইন ছাড়াও, Oppo Find X6 Pro-এর ডিসপ্লে, চিপসেট এবং ক্যামেরা সম্পর্কেও বিভিন্ন তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে।

Oppo Find X6 Pro-তে ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ই৬ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত সদ্য উন্মোচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। তবে, এর পাশাপাশি ডাইমেনসিটি ৯২০০ চিপসেটের সাথে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি সংস্করণও বাজারে আসতে পারে। Find X6 Pro ৮ জিবি/ ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে।

আবার ফটোগ্রাফির জন্য, Find X6 Pro-এর ব্যাক প্যানেলে ৭পি লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২.৭ অপটিক্যাল জুম ও ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একটি ৩৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করতে পারে।

সঙ্গে থাকুন ➥