বিশ্বের প্রথম 5.5G ফোনের স্পেয়ার পার্টসের দাম ঠিক কত? তালিকা প্রকাশ করে কৌতুহল মেটাল Oppo

Avatar

Published on:

Oppo find x7 ultra satellite communication edition replacement parts prices revealed

ওপ্পো সম্প্রতি চীনে Oppo Find X7 Ultra Satellite Communication Edition লঞ্চ করেছে। নাম দেখেই বোঝা যাচ্ছে, ফোনটি স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট সহ এসেছে, যা নেটওয়ার্ক নেই এমন যে কোনও জায়গা থেকে কল বা মেসেজ করতে দেবে। তাছাড়া, এটি বিশ্বের প্রথম 5.5G ফোন, অর্থাৎ এটি সাধারণ 5G ফোনের থেকেও দ্রুত। Oppo Find X7 Ultra-এর এই নতুন মডেলটি এখন 7,499 ইউয়ান (প্রায় 86,365 টাকা) মূল্যে বিক্রয়ের জন্য উপলব্ধ। লঞ্চের পর ওপ্পো এখন ফোনটির স্পেয়ার পার্টসের দামের তালিকা প্রকাশ করেছে। চলুন দেখে নিই ফোনটির কোনও কম্পোনেন্ট খারাপ হলে, সেটি পাল্টাতে কত খরচ হবে।

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর রিপ্লেসমেন্ট পার্টসের দাম

  • ডিসপ্লে – 1,690 ইউয়ান (প্রায় 19,500 টাকা)
  • মাদারবোর্ড – 4,190 ইউয়ান (প্রায় 48,255 টাকা)
  • ব্যাটারি কভার অ্যাসেম্বলি – 550 ইউয়ান (প্রায় 6,335 টাকা)
  • সেলফি ক্যামেরা – 265 ইউয়ান (প্রায় 3,055 টাকা)
  • 1-ইঞ্চির ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা – 1,050 ইউয়ান (প্রায় 12,100 টাকা)
  • আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা – 190 ইউয়ান (প্রায় 2,190 টাকা)
  • 65 মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স – 490 ইউয়ান (প্রায় 5,645 টাকা)
  • 135 মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স – 320 ইউয়ান (প্রায় 3,690 টাকা)
  • ব্যাটারি -199 ইউয়ান (প্রায় 2,300 টাকা)
  • স্পিকার – 50 ইউয়ান (প্রায় 575 টাকা)
  • ভাইব্রেশন মোটর – 50 ইউয়ান (প্রায় 575 টাকা)
  • পাওয়ার অ্যাডাপ্টার (11V 9.1A) – 219 ইউয়ান (প্রায় 2,525 টাকা)
  • ডেটা কেবল – 49 ইউয়ান (প্রায় 565 টাকা)

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর প্রধান বৈশিষ্ট্য

ওপ্পো ফাইন্ড এক্স আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন ফোনটি ইউজারদের সর্বদা কানেক্টেড রাখতে সক্ষম। এমনকি কেউ হারিয়ে গেলে বা দূরবর্তী স্থানে সমস্যায় পড়লে, এই ফোনে স্যাটেলাইট কমিউনিকেশন ফাংশন তাকে সাহায্যের জন্য কল করতে সক্ষম করবে। এটি সেল সাইট ব্যবহার করার পরিবর্তে স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ করতে রেডিও ওয়েভ ব্যবহার করে কাজ করে। এই ফোনটি 5.5G (এটি 5G-অ্যাডভান্সড বা 5GA নামেও পরিচিত) সাপোর্ট অফার করে, যা 10 জিবি প্রতি সেকেন্ড (Gbps) হারে ডাউনলোড এবং 1 জিবিপিএস পর্যন্ত আপলোড স্পিড এনেবল করে।

এগুলি ছাড়া, এই ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলি গত জানুয়ারিতে লঞ্চ হওয়া রেগুলার Oppo Find X7 Ultra-এর মতোই। ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে কালার ওএস 14 কাস্টম স্কিনে রান করে এবং এতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এ ডুয়েল-টেলিফটো ক্যামেরা সিস্টেম রয়েছে। দুটি টেলিফটো সেন্সরই 50 মেগাপিক্সেলের, তবে একটি সেন্সর 65 মিমি এবং অপরটি 135 মিলি ফোকাল লেন্থ সাপোর্ট করে৷ এগুলি 50 মেগাপিক্সেলের 1-ইঞ্চি প্রাইমারি সেন্সরের সাথে যুক্ত। এছাড়াও, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর বিদ্যমান।

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর ডিসপ্লেটির ব্রাইটনেস লেভেল ম্যানুয়ালি 1,600 নিট পর্যন্ত যায় (ম্যানুয়াল পিক ব্রাইটনেস), সরাসরি সূর্যের আলোতে 2,600 নিট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছায় (গ্লোবাল পিক ব্রাইটনেস) এবং উজ্জ্বল আলোতে এইচডিআর কন্টেন্ট দেখার মতো কিছু পরিস্থিতিতে 4,500 নিট (লোকাল পিক ব্রাইটনেস) ব্রাইটনেস প্রদান করে। Oppo Find X7 Ultra-এর Satellite Communication Edition-টি শুধুমাত্র 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যায়।

সঙ্গে থাকুন ➥