৩ হাজার টাকা ডিসকাউন্ট, Oppo Reno 8T 5G আজ প্রথমবার লোভনীয় অফারে কেনার সুযোগ

Avatar

Published on:

Oppo Reno 8T Pro First Sale Today

Oppo Reno 8T 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। আর আজ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে Flipkart ও Oppo Store সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফোনটির সেল শুরু হচ্ছে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। বিশেষত্বের কথা বললে, Oppo Reno 8T 5G ফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৬৭ ওয়াট ফাস্ট সুপারভোক চার্জিং ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

Oppo Reno 8T 5G এর দাম ও সেল অফার

ওপ্পো রেনো ৮টি ৫জি -এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে – সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক।

লঞ্চ অফার হিসেবে Kotak Mahindra, HDFC, Yes, এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার। পাশাপাশি নো কস্ট ইএমআই অপশনের সুবিধা নেওয়া যাবে।

Oppo Reno 8T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২×১০৮০ পিক্সেল) OLED কার্ভড ডিজাইন ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ লেন্স।

পারফরম্যান্সের জন্য Oppo Reno 8T 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে।পাওয়ার ব্যাকআপের জন্য ক্ষেত্রে এতে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট সুপারভোক চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥