Poco X5 5G আগামীকাল 64MP ক্যামেরা সহ ভারতে আসছে, ফিচার ও দাম আগেভাগে দেখে নিন

Avatar

Published on:

Poco X5 5G Specifications Leaked

Poco-এর নতুন ফোন Poco X5 5G ভারতে আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ লঞ্চ হতে চলেছে। তবে তার আগেই ফোনটির সমস্ত ফিচার ফাঁস হয়ে গেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গেছে, আগামীকাল থেকেই ফ্লিপকার্টের মাধ্যমে Poco X5 5G এর বিক্রি শুরু হবে। এছাড়া কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ফোনটি কালো, নীল এবং সবুজ রঙে পাওয়া যাবে। জানিয়ে রাখি Poco X5 5G এর লঞ্চ ইভেন্ট দুপুর বারোটায় Poco-এর YouTube চ্যানেল থেকে দেখা যাবে।

Poco X5 5G এর ফিচার ফাঁস

রিপোর্ট অনুযায়ী, পোকো এক্স৫ প্রো ফোনে ৩.৫ মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হাটর্জ। এই ডিসপ্লে ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। পোকো এক্স৫ ৫জি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে।

এর পাশাপাশি জানা গেছে, পোকো এক্স৫ প্রো তে তিনটি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে, যার প্রাইমারি লেন্স হবে ৬৪ মেগাপিক্সেল। এছাড়া ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ১৩-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco X5 5G ফোনে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে চলবে।

অনুমান করা হচ্ছে যে, Poco X5 5G-এর দাম ভারতে প্রায় ২০,০০০ টাকা রাখা হবে। এই ফোনে ৭টি 5G ব্যান্ড পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥