Realme 11 5G ও Realme 11x 5G ভারতে লঞ্চ হচ্ছে ২৩ আগস্ট, এই তারিখে বুক করলে বিনামূল্যে পাবেন Earbuds

Avatar

Published on:

Realme 11 5g realme 11x 5g launch date Pre order offer in india in 23 August announced

বিগত বেশ কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে টিজ করার পর অবশেষে Realme অবশেষে ভারতে Realme 11 5G এবং Realme 11x 5G মডেল দুটির লঞ্চের তারিখ ঘোষণা করল। উল্লেখ্য, এর আগে Realme 11 Pro সিরিজ ভারতে এসেছিল। ইতিমধ্যেই Realme 11 5G এবং Realme 11x 5G সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

Realme 11 5G এবং Realme 11x 5G স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল কোম্পানি

রিয়েলমি আজ (১৬ই আগস্ট) তাদের আপকামিং দুটি হ্যান্ডসেট রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি ১১এক্স ৫জি -এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ্যে নিয়ে এসেছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৩শে আগস্ট ভারতীয় সময়ে দুপুর ১২টায় উক্ত মডেল দুটির উপর থেকে পর্দা সরানো হবে।

প্রসঙ্গত, আলোচ্য হ্যান্ডসেটগুলির পাশাপাশি রিয়েলমি বাডস এয়ার ৫ প্রো (Realme Buds Air 5 Pro) অডিও ডিভাইসকেও এই একই দিনে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।

Realme 11 ও Realme 11x এর সেলের তারিখ

রিয়েলমি ১১ এবং রিয়েলমি ১১এক্স-এর প্রি-অর্ডার শুরু হবে ২৩ আগস্ট থেকে এবং চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এক্ষেত্রে রিয়েলমি ১১ প্রি-অর্ডারকারীরা রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও বিনামূল্যে পাবেন। আবার যারা রিয়েলমি ১১এক্স প্রি-অর্ডার করবেন তারা ৫৯৯ টাকায় রিয়েলমি বাডস ২ পাবেন।
 
Realme 11 5G এবং Realme 11x 5G কী কী বিশেষত্ব অফার করবে

ডিজাইনের কথা বললে, রিয়েলমি ব্র্যান্ডিংয়ের উভয় স্মার্টফোনই ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসবে। আর এগুলির ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। অতএব একটা বিষয়ে স্পষ্ট যে, এগুলি বাজেট-রেঞ্জের মডেল হওয়া সত্ত্বেও প্রিমিয়াম ফোনের ন্যায় ডিজাইন অফার করবে।

আবার হালফিলে সামনে আসা রেন্ডার অনুযায়ী, Realme 11x 5G মডেলে ৬৪ মেগাপিক্সেলের মুখ্য প্রাইমারি ক্যামেরা থাকবে। আবার ফিচার হিসাবে Realme 11 5G ফোনে ৩এক্স ইন-সেন্সর জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ৫জি ডিভাইসে ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। মনে করা হচ্ছে, এটি সম্ভবত সংস্থার সবচেয়ে দ্রুত চার্জিং ক্যাপাসিটির সমর্থনকারী বাজেট স্মার্টফোন হবে।

উল্লেখ্য, এর আগে Realme 11 5G দক্ষিণ এশিয়ার বাজারে লঞ্চ হয়েছিল। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

সঙ্গে থাকুন ➥