HomeMobilesসস্তা Realme 12X 5G ফোনের প্রথম সেল আজ, তাগড়া ডিসকাউন্টের সাথে বিনামূল্যে...

সস্তা Realme 12X 5G ফোনের প্রথম সেল আজ, তাগড়া ডিসকাউন্টের সাথে বিনামূল্যে ইয়ারবাডস

গত 2রা এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করে Realme 12x 5G। আর আজ অর্থাৎ 10ই এপ্রিল দুপুর 12টা থেকে এটি সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart -এর মাধ্যমে প্রথমবার এদেশে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। Realme 12x 5G হল একটি লো-বাজেট রেঞ্জের ফোন, যার দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। আবার সেল অফারগুলির ভরপুর লাভ ওঠাতে পারলে 11,000 টাকারও কমে হ্যান্ডসেটটি পকেটস্থ করা সম্ভব হবে। সর্বোপরি এর সাথে সম্পূর্ণ বিনামূল্যে একটি অডিও প্রোডাক্টও দেওয়া হবে বলে ঘোষণা করেছে Realme। এদিকে Realme 12x 5G স্মার্টফোনের ফিচার তালিকায় সামিল রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD+ IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেকের চিপসেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি।

ভারতে Realme 12x 5G স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে রিয়েলমি 12এক্স 5জি মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম ধার্য করা হয়েছে 11,999 টাকা। আবার উচ্চতর 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে 13,499 টাকায় ও 14,999 টাকায় কেনা যাবে। এটি – টোয়াইলাইট পার্পল এবং উডল্যান্ড গ্রিন কালার বিকল্পে এসেছে।

এবার আসা যাক সেল অফারের প্রসঙ্গে। নয়া এই রিয়েলমি স্মার্টফোনের সাথে ফ্লাট 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই ছাড় পাওয়া জন্য আপনাদের ICICI, HDFC অথবা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অর্থ প্রদান করতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রিয়েলমি 12এক্স 5জি ফোনের প্রত্যেক ক্রেতাদের 899 টাকা মূল্যের Realme Buds Wireless Neo 2 সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে বলে নিশ্চিত করছে সংস্থাটি।

Realme 12x 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি 12এক্স 5জি স্মার্টফোনে রয়েছে 6.72-ইঞ্চির ফুল এইচডি প্লাস (2400×1080 পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 950 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট আছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে সর্বোচ্চ 8 জিবি LPDDR4x র‌্যাম এবং 128 জিবি UFS 2.2 মেমরি পাওয়া যাবে। তদুপরি নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ক্যামেরা বিভাগের কথা বললে, রিয়েলমি ব্র্যান্ডিংয়ের এই নয়া হ্যান্ডসেটে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ লেন্স। এদিকে ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখা যাবে। আবার কানেক্টিভিটির জন্য সামিল থাকছে – ডুয়াল 5G সিম স্লট, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ 5.3 এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Realme 12x 5G স্মার্টফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর পরিমাপ 165.6×76.1×7.69 মিমি এবং ওজন 188 গ্রাম।

RELATED ARTICLES

Most Popular