বর্ষশেষে বড় ধামাকা, Realme একদম সস্তায় নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে দেশে

Avatar

Published on:

Realme c67 5g Teased india launch seems imminent

রিয়েলমি তাদের C-সিরিজের অধীনে এক নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Realme C67 5G। আজকেই ফোনটির রিটেল বক্সের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। অনুমান করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে এটি। আর এখন কোম্পানির তরফে একটি টিজার শেয়ার করা হয়েছে, যা Realme C67 5G লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। আসুন এই নতুন টিজারটি থেকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

সামনে এক Realme C67 5G-এর টিজার

রিয়েলমি ইন্ডিয়া ক্যাপশন সহ একটি নতুন টিজার তাদের অফিসিয়াল এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে শেয়ার করেছে। এর ক্যাপশনে বলা হয়েছে যে “লঞ্চিং দ্য ইয়ার-এন্ড নেভার সিন বিফোর চ্যাম্পিয়ন সারপ্রাইজ।” টিজার ইমেজটি ফ্ল্যাট এজ সহ একটি স্মার্টফোনকে দেখিয়েছে। এতে “দ্য রিয়েল ৫জি ডেমোক্রেটাইজার”-ও লেখা রয়েছে। এই টিজারটি সম্ভবত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের মাধ্যমে ভারতে ৫জি প্রযুক্তির অ্যাক্সেস বাড়ানোর কথা উল্লেখ করেছে। আর রিয়েলমি তাদের সি-সিরিজের অধীনে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে এবং মনে করা হচ্ছে যে এই টিজারে সম্ভবত রিয়েলমি সি৬৭ ৫জি মডেলটির ঝলক দেখানো হয়েছে।

তবে, রিয়েলমি সি৬৭ ৫জি-এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এখনও অবধি যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায় যে, ডিভাইসটি ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম বিকল্প এবং ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। বলা হচ্ছে যে, সি৬৭ ৫জি-এর দাম ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে, এই মূল্যটি একটি ৫জি ডিভাইসের ক্ষেত্রে বেশ সাশ্রয়ী।

উল্লেখ্য, Realme C67 5G হবে C-সিরিজের প্রথম ৫জি ফোন এবং আশা করা যায় MediaTek Dimensity 6020 প্রসেসরের সাথে আসবে এটি। জানিয়ে রাখি, Realme C-সিরিজের লেটেস্ট ফোন, Realme C53-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। যদিও, Realme C67 5G-এর ডিসপ্লে প্রযুক্তিতে উন্নতির আশা করা হচ্ছে না, তবে এটি ফুলএইচডি+ প্যানেলের সাথে আসতে পারে। আগামী দিনে হ্যান্ডসেটটির সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥